বিদায়ী টেস্টের আগে ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেছেন ওয়ার্নার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০২ এএম | ০২ জানুয়ারি, ২০২৪

‘ব্যাগি গ্রিন’। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে যা পরম আরাধ্য এক বস্তু। টেস্ট অভিষেকের দিন কোনো এক সিনিয়র ক্রিকেটার পরিয়ে দেন যা। সে ঢিলেঢালা ক্যাপটা খেলোয়াড়রা আগলে রাখেন সযতনে। 

ক্রিকেটের দীর্ঘতর ফরম্যাটকে বিদায় বলতে চলা ডেভিড ওয়ার্নারও তাই করেছিলেন। অন্তত আজকের আগ পর্যন্ত আরকি। আগামীকাল তিন জানুয়ারি জীবনের শেষ টেস্টটা খেলতে নামবেন ওয়ার্নার। তার আগেই ঘটল অঘটন। ওয়ার্নার হারিয়ে ফেলেছেন তার অমূল্য ব্যাগি গ্রিনটা!

এই তো, তার ইনস্টাগ্রামে স্ক্রল করে সপ্তাহ তিনেক আগে চলে গেলেই দেখা মেলে একটা বাচ্চার ঢিলেঢালা একটা ক্যাপ পরা ছবির। সে ছবিটা সোয়াইপ করে ডানে গেলে দেখা মেলে তার বর্তমান টেস্ট ক্যাপ পড়া ছবিরও। ক্যাপটার চূড়ার কাছ দিয়ে ছিঁড়ে গেছে, সামনের দিকটাও। কিন্তু এরপরও একে আগলে রেখেছেন ওয়ার্নার, ব্যাগি গ্রিন বলে কথা! সে ছবিগুলো দিয়ে অনুপ্রেরণা দিয়ছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে। যা বলেছিলেন তার সারমর্ম হচ্ছে, ‘আকাশ যতই ভয় দেখাক/তুমি থেমো না/সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না’।

২০১১ সালের ১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঠিক আগে কিংবদন্তি মাইকেল স্ল্যাটারের হাত থেকে ক্যাপটা নিয়েছিলেন ওয়ার্নার। সেটা এত দিন পর্যন্ত অজি এই ক্রিকেটার নিজের কাছে রেখেছিলেন বেশ যত্ন করে। তবে এবার তা হাতছাড়া হয়ে গেল তার।

সিডনিতে শেষ টেস্টটা খেলবেন ওয়ার্নার। সেই উদ্দেশ্যে মেলবোর্ন থেকে সিডনিতে যাচ্ছিলেন তিনি। তার ব্যাগপ্যাক তুলে দেওয়া হয়েছিল কার্গোতে। সে ব্যাগপ্যাকের একটাতেই ছিল তার সাধের ব্যাগি গ্রিন। সে ব্যাগপ্যাকটাই খোয়া গেল মেলবোর্ন থেকে সিডনির পথে। 

সে টুপিটা ফেরত পাওয়ার যত উপায় আছে, সবই বাজিয়ে দেখেছেন ওয়ার্নার কাজ হয়নি। এবার তাই তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বললেন, ‘এটাই আমার শেষ অবলম্বন। আমার ব্যাগপ্যাক, যাতে আমার ব্যাগি গ্রিন ছিল, সেটা আমার লাগেজ থেকে কে যেন সরিয়ে ফেলেছে। ব্যাগটা মেলবোর্ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কান্টাসে করে সিডনিতে আসার কথা ছিল। কান্টাস বলেছে যে তারা তাদের ক্যামেরা চেক করেছে এবং কাউকে আমাদের ব্যাগ খুলে ব্যাকপ্যাক নিতে দেখেনি। তবে তাদের কিছু ব্লাইন্ড স্পট আছে। আপনি যদি সেই ব্যক্তি হন, যিনি ড্রাইভিং কোম্পানি, এয়ারপোর্ট কিংবা কান্টাসের জন্য কাজ করছিলেন, এবং ব্যাগটি চেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার কাছে একটি ব্যাগ আছে। আমার ব্যাগটা দ্রুত ফেরত দিলে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।’

‘দয়া করে আমার সোশ্যাল মিডিয়ায় আমাকে, কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিনটা ফেরত দেন, তাহলে আমি আপনাকে এই ব্যাগটা দিয়ে অত্যন্ত আনন্দিত হবো।’

ওয়ার্নারের শেষ টেস্টের আগে সময় আর বেশি বাকি নেই। এই সময়ের মধ্যে কি ওয়ার্নার তার ব্যাগি গ্রিন ফেরত পাবেন?

খেলার দুনিয়া | ফলো করুন :