সফল নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরল দল

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৪৩ এএম | ০২ জানুয়ারি, ২০২৪

নিউজিল্যান্ড সফরে সিরিজ জেতার সুযোগ এলেও শেষমেশ জেতা হয়নি একটি সিরিজও। তবে বাংলাদেশ ম্যাচ জিতেছে দুটো। সে কারণে কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই সিরিজকে সফলই বলছেন। সেই সফর শেষে এবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দল গতকাল সোমবার রাত ১০টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নিউজিল্যান্ডের মাটিতে এবারের সফরটা স্মরণীয় হয়েই থাকবে বাংলাদেশের ইতিহাসে। এই সিরিজেই যে প্রথমবারের মতো ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে বাংলাদেশ! ২০০৭ থেকে ২০২৩এর আগ পর্যন্ত আর কখনোই নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সাদা বলের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। 

তার ঠিক আগের গল্পটা বেশ বেদনার। অনেক আশা নিয়ে বছর শুরু করে শেষমেশ কপালে জুটল বিশ্বকাপে ভরাডুবি। তারপর দলটাকে ঢেলে সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর হাতে যায় অধিনায়কত্ব। 

তারই ফল যেন মিলল এই সফরে। স্বপ্নের মতো এক সফর শেষ করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ। এই ধারাটা নিশ্চয়ই পরের দিকেও ধরে রাখতে চাইবেন শান্তরা।

খেলার দুনিয়া | ফলো করুন :