ফুটবলের সোনার ছেলে যখন ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:২২ এএম | ০২ জানুয়ারি, ২০২৪

ফুটবল বিশ্বে আলো ছড়াচ্ছেন তিনি। তার পায়ে বল যাওয়া মানেই বিপক্ষ দল প্রমাদ গোণে বিপদের। গেল বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের কাছে জুড বেলিংহ্যাম বনে গেছেন আতঙ্কের আরেক নাম। 

তার আরও একটা পরিচয়ও আছে। তার নামের পাশে আছে সবশেষ বছরের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড। ফুটবলের সোনার ছেলের আরও একটা রূপের দেখা মিলল সম্প্রতি। ব্যাট হাতে নামলেন ক্রিজে। বনে গেলেন পুরোদস্তুর ক্রিকেটার!

জুড বেলিংহাম ফুটবল মাঠে হরফন মৌলা। পরিচয়টা মিডফিল্ডারের। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ২১ ম্যাচে ১৭ গোল জানান দিচ্ছে, গোলটাও তিনি করতে পারেন স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা নিয়ে। 

দীর্ঘদিন ধরে যাকে দেখা গেছে বল পায়ে নিয়ে দৌড়াতে, সেই তার হাতে এবার দেখা গেল ব্যাট। ব্যাটার বেলিংহ্যামের দেখা মিলল ক্যামেরার সামনে। নেটে ব্যাট হাতে তাকে হাঁকাতে দেখা গেল একাধিক শট। এই ভিডিয়োটির দেখা মিলেছে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল টুইটার অ্যাকাউন্টে। 

লা লিগায় চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ইংলিশ এই মিডফিল্ডার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তারকা ফুটবলারের পায়ে বল দেখা অভ্যস্ত ভক্তরা। এবার তিনি প্রশংসা শুনলেন ব্যাটিংয়েরও। 'এক্স' প্লাটফর্মে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সেখানে দেখা যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন বেলিংহ্যাম। শুধু কি ব্যাটিং? করছেন হালের ক্রেজ 'পাওয়ার হিটিং'ও। শট হাঁকাচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদবদের মতো করেই। তাতেই ভক্তরা মুগ্ধ হয়েছেন আরও একবার। অনেকেরই ভাষ্য, ব্যাট হাতে নামলেও তিনি পারফর্ম করবেন ফুটবলে যেমন করেন এখন।

খেলার দুনিয়া | ফলো করুন :