শরীফুলের তৃপ্তি, শরীফুলের আফসোস
সব ভালো যার, শেষ ভালো তার। কথাটা কি ক্রিকেটেও খাটে? শেষের দারুণ পারফর্ম্যান্স কি পুরো বছরের গ্লানি মুছে দিতে পারে?
সে উত্তরটা যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল বছরের শেষটা করেছে ভালো ভাবে। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করেছে টি-টোয়েন্টিতে। তবে আরও ভালোও হতে পারত। ওয়ানডে-টি টোয়েন্টির দুটোতেই যে সিরিজ জেতার সুযোগ এসেছিল সামনে!
শেষমেশ তা আর হয়নি। তবে দলের অর্জনও কম নয়। সাদা বলের ক্রিকেটে প্রথম বারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো, সিরিজ ড্র করাটা যে নেহায়েত কম কিছু নয়।
এমন সব অর্জনের মূল সোপানটা গড়ে দিয়েছে দলের বোলিং। সে আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শরীফুল ইসলাম হয়েছেন টি-টোয়েন্টির সিরিজ সেরা। তার পর তৃপ্তিই ঝরে পড়েছে তার কণ্ঠে।
তিনি গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
তবে তার কণ্ঠে ঝরে পড়ল আফসোসও। সুযোগ পেয়েও সিরিজটা না জিততে পারায় কিছুটা হলেও হতাশ তিনি। শরীফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’