আফগান ক্রিকেট দলকে নিষিদ্ধ করার দাবি হিউম্যান রাইটসের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২৪ পিএম | ১১ মার্চ, ২০২৫

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় এসে আফগানিস্তান নারী ক্রিকেট দলকে নিষিদ্ধ করে। সেই নারী দলের অধিকাংশ ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ায় নির্বাসিত আছেন। নারী দল নিষিদ্ধ হলেও আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল ধীরে ধীরে ক্রিকেট বিশ্বে নিজেদের পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে। তবে এবার সে যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ।

তালেবানশাসিত আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের সদস্যপদ স্থগিত করতে আইসিসিকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। আইসিসির কাছে পাঠানো ই–মেইল বার্তায় নির্বাসিত আফগানিস্তান নারী ক্রিকেট দলকে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। একই সঙ্গে মেয়েদের অনুশীলন ও খেলার অনুমতি এবং আইসিসির পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহায়তাও চাওয়া হয়েছে।

আইসিসিকে পাঠানো ই–মেইল বার্তায় সংস্থাটি লিখেছে,‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তালেবানশাসিত আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার এবং দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারী এবং মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারবে, তত দিন পর্যন্ত এই পন্থা অবলম্বন করা হোক।’

নারী ক্রিকেটের উন্নতির ব্যাপারে আইসিসির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে সংস্থাটি লিখেছে,‘২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতা গ্রহণের পর তালেবানরা মেয়েদের ওপর নিয়মনীতির দীর্ঘ এক তালিকা চাপিয়ে দিয়েছে। এগুলো তাদের জীবন, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য, পানীয়সহ কার্যত সব অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।’
চিঠিতে আরও যোগ করা হয়, ‘আমরা জানি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে তালেবান কর্তৃক নারী এবং মেয়েদের খেলায় অংশ নিতে না দেওয়া অলিম্পিক নীতির মারাত্মক লঙ্ঘন।’

আইসিসি ইভেন্টে খেললেও একই কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

খেলার দুনিয়া | ফলো করুন :