বিসিবি-পিসিবির সমালোচনায় ফের মুখর মহসিন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৮ পিএম | ১১ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে গত রোববার। তবে ক্রিকেটাঙ্গনে এখনও উত্তাপ ছড়াচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত এ আসরটি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে সবার আগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আর সেই বিষয় নিয়ে এখনো সরব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ।

পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। এখন দলের খেলোয়াড়রা ব্যস্ত আছেন ডিপিএল খেলায়। সবাই যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু থেকে নজর সরিয়ে নিয়েছে তখন বিসিবিকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মহসিন শেখ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়ত শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’

এর আগেও গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বাজে পারফর্মেন্সের কারণে বিসিবি ও পিসিবিকে ধুয়ে দিয়েছিলেন তিনি। সেবার তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তারা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। নিজেদের সক্ষমতাকে বাড়াতে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজেরও আয়োজন করেছে বোর্ড। যেখানে আগামী ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।

খেলার দুনিয়া | ফলো করুন :