প্রথমবারের মতো গোলাপি বলের ক্রিকেট বাংলাদেশে!
প্রথমবারের মতো দেশে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট আয়োজন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের টেস্ট ক্রিকেটে গোলাপি বলের ব্যবহার বাড়ানো ও আবহাওয়াজনিত কারণে মূলত এমন আয়োজনের দিকে মনোযোগ দিচ্ছে বোর্ড।
আগামী এপ্রিলে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর চলতি আসর। আর তখন দেশের আবহাওয়া গরম থাকায় দিবারাত্রির টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা এটা (গোলাপি বলের বিসিএল) বিবেচনা করছি। টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’
গোলাপি বলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টা এখনো চূড়ান্ত উল্লেখ করে তিনি আরো বলেন,‘আমরা আসলে এরকম পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত নয়। হয়ত আমরা পিঙ্ক বল দিয়ে বিসিএল (আয়োজন) করতে পারি, ডে-নাইট করতে পারি কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে করতে পারি। ন্যাশনাল টিমের যারা ওই সময় থাকবে তারাই খেলবে, অথবা পরের ধাপের ক্রিকেটাররা অংশ নেবে।’
বাংলাদেশ মাত্র একবার গোলাপি বলের টেস্ট সিরিজ খেলেছিল। ভারতের মাটিতে হওয়া সেই টেস্টে অবশ্য সেখানে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটে গোলাপি বলের ব্যবহার বাড়ানো খেলোয়াড়দের উন্নতিতে সহায়ক হবে বলে মনে করেন দেশীয় কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘বলের চরিত্র যেন ব্যাটাররা কিছুটা বুঝতে পারে, বোলাররাও যেন বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে কী করতে হবে তা জানে। আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে নিশ্চয়ই। এখান থেকে কিছু শিখতে পারব।’