স্টয়নিস-ম্যাক্সওয়েলে আস্থা কামিন্সের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২৭ পিএম | ০৬ অক্টোবর, ২০২৩

ভারতে শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। শিরোপা জয়ের লড়াইয়ে সেখানে অংশ নিয়েছে ১০টি দল। নানান দিক বিবেচনায় শিরোপার দাবি রাখবে অনেকেই। কোনো দল এগিয়ে ব্যাটিং শক্তিতে, তো কোনো দল এগিয়ে বোলিংদের ভারে। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্স হেঁটেছেন একটু ভিন্ন পথে। যদিও একদিনের ক্রিকেটে অল-রাউন্ডারের আধিক্য অনেক আগে থেকেই নেই অস্ট্রেলিয়ার। তবুও আরেকটি শিরোপা জিততে অল-রাউন্ডারদের ওপরই ভরসা রাখছেন কামিন্স।

নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

৫০ ওভারের ক্রিকেটে ১৯৮৭ সালে প্রথম শিরোপা জিতেছিল অজিরা। একমাত্র দল হিসেবে ১৯৯৯ থেকে ২০০৭ আসরে টানা তিনবার বিশ্বকাপ জেতে তারা। সবশেষ ২০১৫ সালে দেখা পায় পঞ্চম শিরোপার।

কামিন্স বলেন, ‘আমি মনে করি ২০০০ সালের পরের কয়েক বছর আমরা (তৎকালের অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ) অনেক ভালো করেছিলাম। অতীতে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া সত্যিই একটি উপযুক্ত দল ছিল। ভালো ব্যাটিং লাইন-আপের সঙ্গে দ্রুতগতির বোলার, এমনকি ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত। তারা সত্যিই অসাধারণ খেলোয়াড় ছিলেন।’

গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিসকে নিয়ে বিশ্বকাপে শক্তিশালী এক অল-রাউন্ডার বিভাগেরও নেতৃত্ব দেবেন কামিন্স। এদের ওপরই রাখছেন দলের গুরু দায়িত্ব।

কামিন্স আরও বলেন, ‘আমার মতে ওয়ানডে ক্রিকেটে আপনার কয়েকজন অলরাউন্ডার দরকার। এবং এই মুহূর্তে দলে যেভাবে সবাই আছে তাতে আমি খুবই খুশি।’

আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলার দুনিয়া | ফলো করুন :