হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তান দলে দুই চমক
এবারের ডাউন আন্ডার সফরটায় পাকিস্তান ভুগছে একেবারে শুরু থেকেই। শুরুর দুই টেস্টে হেরেছে, শেষটাও হেরে বসলে ডুবতে হবে হোয়াইটওয়াশ হওয়ার বিষাদে। এমন পরিস্থিতিতে এসে একাদশে দুটো পরিবর্তন এনেছে পাকিস্তান।
শান মাসুদের দল আগামীকাল বুধবার চলতি বছরের প্রথম টেস্টটায় খেলতে নামবে। এই টেস্টের আগের দিন আজ একাদশ জানিয়ে দিয়েছে দুই দলই। অস্ট্রেলিয়া নামছে আগের ম্যাচের দল নিয়েই। তবে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটো।
শাহিন শাহ আফ্রিদি বাদ পড়েছেন দল থেকে। তার জায়গায় একাদশে আসছেন অফ স্পিনার সাজিদ খান। এদিকে ওপেনার ইমাম উল হকও বাদ পড়েছেন দল থেকে। তার জায়গায় ২১ বছর বয়সী সাইম আয়ুব জায়গা করে নিয়েছেন একাদশে।
পাকিস্তানের জার্সিটা আগেই গায়ে চড়িয়েছেন সাইম। তবে টেস্টের সাদা পোশাক পরতে পারেননি এখনো। সে অপেক্ষাটা ঘুচে যাবে আগামীকাল সকালে। তার আগে প্রথম শ্রেণীতে যেমন পারফর্ম করেছেন সাইম, তাতে তাকে নিয়ে আশায় বুক বাধতেই পারে পাকিস্তান। ১৪ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, ৪৬.৪৭ গড়ে করেছেন ১ হাজার ৬৯ রান।
এদিকে সাজিদ খান দুই বছর পর টেস্ট আঙিনায় নামবেন। শেষবার যখন নেমেছিলেন পাকিস্তানের জার্সি পরে, তখনও তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই ছিল। ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে লাহোরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ৭ টেস্টে ২২ উইকেট শিকার করেছেন তিনি।
পাকিস্তান একাদশ:
সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সাজিদ খান, হাসান আলি, মির হামজা, আমির জামাল।