ওয়ার্নারের ব্যাগি গ্রিন খুঁজে পেতে গোয়েন্দা নিয়োগের পরামর্শ মাসুদের

  • নিউজরুম এডিটর
  • ০৩:৫১ পিএম | ০২ জানুয়ারি, ২০২৪

অভিষেক টেস্টে প্রতিটি ক্রিকেটারকেই একটি ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ মাথায় পরিয়ে দেওয়া হয়। যা প্রতিটি ক্রিকেটারের কাছেই মহা মূল্যবান। ২০১১ সালের ১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাইকেল স্ল্যাটারের হাত থেকে এই ক্যাপ মাথায় পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। যা পরম মমতায় আগলে রেখেছিলেন এতগুলো বছর।

রাত পোহালেই ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। সেই ম্যাচে আরও একবার পড়তে চেয়েছিলেন ব্যাগি গ্রিন টুপিটা। তবে তার আগেই তা চুরি হয়ে যায়। নানাভাবে খুঁজেও সেটার কোনো হদিস না পেয়ে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ওয়ার্নার। ফেরত চেয়েছেন তার জন্য বিশেষ এই ব্যাগি গ্রিনটা। ওয়ার্নারের দুঃখ উপলব্ধি করতে পারছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদও। দ্রুত গোয়েন্দা নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।

মূলত, সিডনি টেস্টে অভিষেকের দিন পাওয়া ব্যাগি গ্রিনটা পরেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন ওয়ার্নার। তাই বাধ্য হয়ে ব্যাগি গ্রিন টুপিটা ফিরে পাওয়ার শেষ চেষ্টা করেছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘এটাই আমার শেষ অবলম্বন। আমার ব্যাগপ্যাক, যাতে আমার ব্যাগি গ্রিন ছিল, সেটা আমার লাগেজ থেকে কে যেন সরিয়ে ফেলেছে। ব্যাগটা মেলবোর্ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কান্টাসে করে সিডনিতে আসার কথা ছিল। কান্টাস বলেছে যে তারা তাদের ক্যামেরা চেক করেছে এবং কাউকে আমাদের ব্যাগ খুলে ব্যাকপ্যাক নিতে দেখেনি। তবে তাদের কিছু ব্লাইন্ড স্পট আছে। আপনি যদি সেই ব্যক্তি হন, যিনি ড্রাইভিং কোম্পানি, এয়ারপোর্ট কিংবা কান্টাসের জন্য কাজ করছিলেন, এবং ব্যাগটি পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার কাছে একটি ব্যাগ আছে। আমার ব্যাগটা দ্রুত ফেরত দিলে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।’

ব্যাগি গ্রিন পাওয়া ব্যক্তির কাছে অনুরোধ জানিয়ে ওয়ার্নার বলেন, ‘দয়া করে আমার সোশ্যাল মিডিয়ায় আমাকে, কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিনটা ফেরত দেন, তাহলে আমি আপনাকে এই ব্যাগটা দিয়ে অত্যন্ত আনন্দিত হবো।’

ওয়ার্নারের এমন পোস্ট নজর এড়ায়নি মাসুদের। ওয়ার্নারের এই অনুভূতি বুঝতে পারছেন তিনি। তাই দ্রুত ক্যাপটি খুঁজে পেতে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। মাসুদ বলেন, ‘অস্ট্রেলীয় সরকারের উচিত ক্যাপটি খুঁজে পেতে দ্রুত দেশব্যাপী অনুসন্ধান করা। এটি ফেরত পেতে প্রয়োজনে গোয়েন্দাদের কাজে লাগানো যেতে পারে। সে দারুণ একজন ক্রিকেটার। তার অবিশ্বাস্য ক্যারিয়ারকে সম্মান জানাতে আমি আশা করি তারা এটি খুঁজে পাবে। কেননা, এটি যেকোনো ক্রিকেটারের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস, এবং আমি আশা করি ডেভিড ওয়ার্নার এটি ফিরে পাবেন।’

খেলার দুনিয়া | ফলো করুন :