আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। সেই ধারা অব্যহত রাখতে ২০২৪ সালেও আফগানিস্তানের কোচের দায়িত্ব পালনের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট।
২০২৩ সালের আগে আফগানরা বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাসে কেবল একটি ম্যাচ জিতেছিল। তবে এই কোচের অধীনে ভারত বিশ্বকাপে নয়টি ম্যাচের মধ্যে চারটি জয় নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল। এমনকি বাংলাদেশ-ইংল্যান্ডের থেকেও তাদের পারফরম্যান্স প্রশংসনীয় ছিল।
শ্রীলঙ্কা সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলার আগে চলতি মাসের শেষদিকে ভারতে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। সেখানে কোচের দায়িত্বে থাকবেন জোনাথান।
ট্রট ২০২২ সালে ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পের পরিবর্তে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গ্রাহাম গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ট্রট দলের দায়িত্বে আসেন।
ট্রটের অধীনে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে আফগানিস্তান। সামনেও ভালো খেলবে দল এমনটাই আশা করেন তিনি।