কামিন্সের আশা ২০ বছরের মধ্যে শক্তিশালী হবে টেস্ট
আগামীকাল সিডনিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। যেই ম্যাচের আগে টেস্টে সম্ভাব্য ফল নিয়ে কথা বলতে প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে এদিন নিজ দলের চেয়ে বেশি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। কথা বলতে হয়েছে নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার চমকে ভরা দল নিয়ে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে টেস্ট ক্রিকেট খেলতে চান না তারকা ক্রিকেটাররা; প্রচলিত এই কথাটিকে শক্ত ভিত দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নিজেদের দেশে হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না দেশটির অনেক তারকা ক্রিকেটার। পরিস্থিতি সামাল দিতে নিউজিল্যান্ড সফরে ৭ জন অনভিষিক্ত ক্রিকেটারকে পাঠাচ্ছে প্রোটিয়ারা। যা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে। যা নিয়ে একদিন আগেই টেস্টের প্রতি যত্নশীল না হওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝেড়েছিলেন স্টিভ ওয়াহ। বলেছিলেন, মৃত্যুর পথে এগোচ্ছে টেস্ট ক্রিকেট। তার সেই কথার সূত্র টেনেই টেস্টের ভবিষ্যৎ জানতে চাওয়া হয়েছিল কামিন্সের কাছে।
উত্তরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ী এই অধিনায়ক বলেন, ‘আমি মাঝে মাঝে কিছুটা চিন্তিত হয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি একই সময়ে হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটে কখনোই বেশি সমর্থক ছিল না। কাজেই আমার মনে হয় না বিশ্বে টেস্ট ক্রিকেটের চেয়ে আরও বেশি সমর্থক আছে।’
টেস্ট ক্রিকেট আগামীতে আরও শক্তিশালী হবে এমন আশাবাদ ব্যক্ত করে কামিন্স বলেন, ‘একজন টেস্ট ক্রিকেট প্রেমী হিসাবে, আমি আশা করি সবাই টেস্ট ক্রিকেট দেখবে। আমার আশা, আগামী ১০-২০ বছর সময়ের মধ্যে এটি এখনকার চেয়ে আরও শক্তিশালী হবে। আমি টেস্ট ক্রিকেটকে খুব ভালোবেসে বড় হয়েছি।’
দক্ষিণ আফ্রিকার দল নিয়ে কামিন্স বলেন, ‘আমি জানি দক্ষিণ আফ্রিকা দল তাদের শক্তিশালী দল কেন পাঠাচ্ছে না। তবে আমি আশা করছি এটি তাদের একটি নতুন কৌশল। আমরা পাকিস্তানের বিরুদ্ধে দুটি দুর্দান্ত টেস্ট ম্যাচ খেলেছি, যেখানে সত্যিই ভাল সমর্থক ছিল। সুতরাং আমি মনে করি না এটি নাটকীয় পতনের মধ্যে আছে যেমনটি কখনও কখনও এটি সম্পর্কে বলা হয়। তবে এটা সত্যি যে অন্যান্য ক্রিকেটের পরিমাণের সাথে একটি সমস্যা রয়েছে।’
এও কি সম্ভব!