‘টেস্ট ক্রিকেটে ভারত ওভাররেটেড’

‘টেস্ট ক্রিকেটে ভারত ওভাররেটেড’

সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র তিন দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হেরে বিপাকেই পড়েছে টিম ইন্ডিয়া। চারদিকে বইছে সমালোচনার ঝড়। এবার সেই দলে যোগ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। প্রথম টেস্ট হারের পর তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে ভারতের টেস্ট দলকে ওভাররেটেড দাবি করেন সাবেক এই ব্যাটার। তার দাবি টেস্টে ওভাররেটেড আর টি-টোয়েন্টি টিম ইন্ডিয়া হাইলি ওভাররেটেড।

‘‘টেস্ট ক্রিকেটে আমরা ওভাররেটেড। আমি মনে করি, দুই-তিন বছরের মতো সময়ে, অর্থাৎ যখন কোহলি দলের অধিনায়ক ছিলো আমরা দারুণ দল ছিলাম। আমরা ইংল্যান্ডে জিতে এসেছি, দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করেছি, অস্ট্রেলিয়ায় জিতেছি। ২-৪ বছর খুব ভালো গেছে।’’

টি-টোয়েন্টির ভারতকে আরো বেশি ওভাররেটেড মনে হয়েছে শ্রীকান্তের কাছে। তবে ওয়ানডেতে বিশ্বের যেকোনো প্রান্তেই ভারত শক্তিশালী দল এটা স্বীকার করে নিয়েছেন সহজেই। বিশ্বকাপের শিরোপা ঘরে না আসার আক্ষেপ আছে তারও।

‘‘টি-টোয়েন্টিতে ভারত অনেক বেশি ওভাররেটেড। ওয়ানডেতে আমরা দারুণ দল। বিশ্বকাপের ফাইনালে যা হয়েছে; সেটা শুধুই একটা ম্যাচের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। এধরনের ম্যাচগুলোতে ভাগ্য অনেক বড় ভূমিকা পালন করে। রোহিত শর্মার বিবৃতি পড়েছি, একজন ক্রিকেটারের জন্য ওয়ানডে বিশ্বকাপ অনেক বড় অর্জন। নকআউট পর্বে, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে আমরা মাঝে মাঝে ঠিকভাবে পারফর্ম করতে পারি না। তবে ওয়ানডেতে আমরা অনেক শক্তিশালী দল; সেটা ভারতের মাটিতে হোক কিংবা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায়।’’

আগামী ৩রা জুন নিউল্যান্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে রোহিতের টিম ইন্ডিয়া।

সম্পর্কিত খবর