বিপিএল খেলা নিয়ে শঙ্কায় পাকিস্তানি ক্রিকেটাররা

বিপিএল খেলা নিয়ে শঙ্কায় পাকিস্তানি ক্রিকেটাররা

প্রতিবছরই ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসেন পাকিস্তানি ক্রিকেটাররা। আসন্ন আসরেও এমনটাই ঘটার কথা। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইসি লিগগুলোর একই সময়ে হওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে সংকটে ভুগতে হতে পারে বলে আশঙ্কা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

আইপিএল ব্যতীত বাকি ফ্র্যাঞ্চাইসি লিগগুলো প্রায় একই সময়ে মাঠে গড়িয়ে থাকে। যেমন বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি। সেই সময়ে মাঠে গড়াবে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি), এসএ টি-টোয়েন্টি ও নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশ। মাঝে ফেব্রুয়ারির ১৩ তারিখ শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

যেসব পাকিস্তানি ক্রিকেটাররা পিএসএলে দল পেয়েছেন তাদের বিপিএলে খেলা নিয়ে এখনো কিছুটা শঙ্কায় আছে বিপিএল কর্তৃপক্ষ। ফলে বিকল্প প্লেয়ারদের চিন্তাও মাথায় রাখতে হচ্ছে।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ ও মোহাম্মদ আমিরের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটারদের এবার কিনেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইসিগুলো। এ ছাড়াও আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন একেক দলে।

টুর্নামেন্ট মাতাতে এরকম তারকরা খেলোয়াড়দের ভূমিকা অনেক এমনটা বলে করেন কর্তৃপক্ষ। তবে পিএসএলের সঙ্গে সময়সূচি মিলে যাওয়ায় পাকিস্তানি খেলোয়াড়দের শেষ পর্যন্ত বিপিএলে দেখা যাবে কিনা সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

সম্পর্কিত খবর