পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল কিউইরা
ইঞ্জুরি সমস্যা কাটিয়ে আবারও মাঠে নামছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাট হাতে কিউইদের আবারও নেতৃত্ব দিবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি নিতে রাজি না দল, তাই তো পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে যাবেন তিনি। সেই ম্যাচে অধিনায়ক থাকবেন মিচেল স্যান্টনার।
দলে ফিরেছেন আরও তিনজন। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ না খেলা ওপেনার ডেভিন কনওয়ে আর বিশ্বকাপে চোট পাওয়া পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন এই সিরিজ দিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।