জামালের ‘কামাল’ ব্যাটিং, সিডনিতে পাকিস্তান ৩১৩

জামালের ‘কামাল’ ব্যাটিং, সিডনিতে পাকিস্তান ৩১৩

দুই ওপেনার শূন্য রানে আউট। আর ৯ নম্বরে ব্যাট করতে নামা আমির জামাল করলেন ৮২ রান। আরেকটু জানাই, শুরুর পাঁচ ব্যাটসম্যান মিলে যা করলেন তারচেয়ে একাই বেশি করলেন আমির হামজা। যে কায়দায় শেষের দিকে এসে ব্যাট হাতে প্রতিরোধ গড়লেন তাতেই পরিস্কার তিনি জেনুইন অলরাউন্ডার।

একশ রানের মধ্যে শুরুর পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তান অসহায় হয়ে পড়েছিলো সিডনি টেস্টের প্রথমদিনে। সেই ধাপে দলকে উদ্ধার করেন মোহাম্মদ রিজওয়ান। ১০৩ বলে তার ৮৮ রানের ইনিংস পাকিস্তানকে শুরুর ধাক্কা থেকে বাঁচায়। আর শেষের দিকে আমির হামজার দুর্দান্ত ব্যাটিং পাকিস্তানকে এনে দিল স্বস্তির সংগ্রহ। ম্যাচের প্রথমদিনেই পাকিস্তান অলআউট হলেও স্কোরবোর্ডে তিনশ ছাড়ানো ইনিংসটা তাদের মুখে হাসি ফুটিয়েছে।

আর এই স্বস্তি তাদের এনে দিয়েছে আমির হামজার অনবদ্য ব্যাটিং। যে ইনিংসে পাকিস্তান শুরুর পাঁচ উইকেট হারায় ৯৫ রানে, সেখানে শেষ উইকেটে যোগ করেছে দলটি ৮৬ রান। ইনিংস শেষ হয়েছে পাকিস্তানের ৩১৩ রানে।

আরেকবার জানা হলো, সত্যিকার অর্থেই পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল!

সিডনিতে পাকিস্তানের শুরুটা হয় বিপর্যয় দিয়ে। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। ট্স্টে অভিষেকে শূন্য রানে ফিরলেন ওপেনার সিয়াম আইয়ুব। অস্ট্রেলিয়ার তিন পেসারের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের শুরুর ব্যাটিং। বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ উইকেটে টিকে গিয়েও ইনিংস বড় করতে পারেননি। মাঝে মোহাম্মদ রিজওয়ান পাল্টা আক্রমণ চালিয়ে স্কোরবোর্ডে পাকিস্তানের সঞ্চয় বাড়ান। পুরোদুস্তর ওয়ানডে স্টাইলে ব্যাট চালান রিজওয়ান। ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ৮৮ রান জানান দিলো সিডনির উইকেটে রান আছে। লাঞ্চের পর রিজওয়ান ফিরে গেলে প্রতিরোধ গড়েন আমির হামজা। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই এই ডানহাতি ব্যাটসম্যান জানিয়ে দিলেন টিকে থাকতেই এসেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলিংকে সহজ বানিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন ৭১ বলে। শেষ ব্যাটসম্যান মীর হামজাকে আগলে রেখে বেশিরভাগ সময় স্ট্রাইক নিজে নেন জামাল। সিঙ্গেল রান এড়িয়ে যান। প্রতিরোধের সঙ্গে আক্রমণের মিশেলে ৯৭ বলে করেন ৮২ রান। ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় তার এই ইনিংস পাকিস্তানের ব্যাটিংয়ের সেরা সময়। শেষ উইকেটে পাকিস্তান যোগ করে ৮৬ রান। যাতে আমির জামালেরই সংগ্রহ ৭৯ রান! নাথান লায়নকে ছক্কা হাঁকাতে গিয়ে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আমির জামাল যখন আউট হন ততক্ষণে পাকিস্তানের স্কোর ৩১৩ রানের স্বস্তিকর অবস্থানে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এই ম্যাচেও তার দুর্দান্ত ফর্ম দেখান। ১৮ ওভার বল করে ৬১ রানে তুলে নেন ৫ উইকেট।
দিনের শেষভাগে অস্ট্রেলিয়া মাত্র একওভার খেলার পর সময় শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে তুলে ৬ রান। এই ৬ রানের সবগুলোই ওপেনার ডেভিড ওয়ার্নারের। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। বোঝাই যাচ্ছে শেষ টেস্টে ‘বড়কিছু’ করার পণ নিয়েই নেমেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস: ৩১৩/১০ ( শান মাসুদ ৩৫, বাবর আজম ২৬, রিজওয়ান ৮৮, আগা সালমান ৫৩, আমির জামাল ৮২, কামিন্স ৫/৬১)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬/০

সম্পর্কিত খবর