পাকিস্তান বধে পূর্ণ শক্তির দল ঘোষণা নিউজিল্যান্ডের
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট শেষে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে উড়াল দেবে পাকিস্তান। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শাহিন আফ্রিদির দল। যেই ম্যাচ সামনে রেখে আজ শক্তিশালী এক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে দলে ফিরেছেন হেনরি নিকোলাস, লকি ফার্গুসন ও ডেভন কনওয়ে।
কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে কিউইরা। ওয়ানডে সিরিজ জিতলেও ভাগ করতে হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এক ম্যাচ জিতলেও বাংলাদেশি বোলারদের বিপক্ষে বেশ ধুঁকতে হয়েছে কিউই ব্যাটারদের। তাই পাকিস্তান বধে পূর্ণ শক্তির দলই মাঠে নামাচ্ছে কিউইরা।
বিশ্বকাপে পাওয়া চোট সারিয়ে প্রথমবারের মতো এই সিরিজে মাঠে নামবেন হেনরি ও ফার্গুসন। অন্যদিকে বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকলেও ফিরছেন উইলিয়ামসন ও কনওয়ে। অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে ফার্গুসনকে পাচ্ছে না কিউইরা। তৃতীয় ম্যাচে মাঠে নামবেন না উইলিয়ামসন। তার জায়গায় ওই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে জশ ক্লার্কসনকে। তারকা ক্রিকেটাররা দলে ফিরলেও অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে কিউইরা। বিশ্বকাপের পর থেকেই টানা খেলছিলেন এই অলরাউন্ডার।
পাঁচটি টি-টোয়েন্টির প্রথমটি মাঠে গড়াবে আগামী ১২ জানুয়ারি। ম্যাচটি হবে অকল্যান্ডে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।
নিউজিল্যান্ডের স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেফার্ট, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, লকি ফার্গুসন।