লাঞ্চের আগেই শেষ দক্ষিণ আফ্রিকা, অলআউট ৫৫!

লাঞ্চের আগেই শেষ দক্ষিণ আফ্রিকা, অলআউট ৫৫!

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তিন দিনেই ভারতকে হারায় দক্ষিণ আফ্রিকা। ফেলে ইনিংস ব্যবধানের লজ্জায়। কেপটাউন টেস্টে সেটিরই যেন শোধ তুলছে ভারত। আগে ব্যাটিং করতে নামা প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছে মাত্র ৫৫ রানে। ডিন এলগারকে বিদায়ী টেস্টে ১৫ রান খরচায় ৬ উইকেট তুলেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। যা টেস্টে তার ক্যারিয়ার সেরা।

অথচ কেপটাউন টেস্ট জিতে বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে চেয়েছিলেন এলগার। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোটে পড়ায়; শেষ বারের মতো দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন এলগার। সেই ইচ্ছাকে পূর্ণতা দিতে টসে জিতে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করাতে চেয়েছিল স্বাগতিকরা।

তবে সিরাজ তোপে এদিন স্বপ্ন ভাঙতে খুব বেশি সময় লাগেনি প্রোটিয়াদের। শুরুতেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। তাসের ঘরের মতো ধ্বসে পড়ে প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। প্রতিরোধ গড়তে পারেনি কোনো ব্যাটার। গড়ে ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে নাগপুর টেস্টে ২০১৫ সালে ৭৯ রান তুলতে পেরেছিল প্রোটিয়ারা। তবে টেস্টে মাত্র ৩০ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে প্রোটিয়াদের। দু’বারই প্রতিপক্ষ দল ছিল ইংল্যান্ড।

এদিন ব্যাট করতে নেমে সিরাজ তোপে ৫ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২ রানেই থামতে হয় এইডেন মার্করামকে। ব্যাট হাতে বিদায়টা রাঙাতে পারেননি এলগারও। সিরাজ তোপের সামনে মাত্র ১৫ বল স্থায়ী হয় তার ইনিংস। করেছেন মাত্র ৪ রান।

এরপর অভিষিক্ত ট্রিস্টান স্টাবসকে ৩ রানে ফেরান জাসপ্রিত বুমরাহ। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই ফের বোলিংয়ে এসে টনি ডে জর্জির উইকেট তুলে নেন সিরাজ। ১৫ রানেই ৪ উইকেট নেই প্রোটিয়াদের। শেষ কবে এমন বাজে শুরু করেছে প্রোটিয়ারা তা মনে করা কঠিন। তবে সেটি মনে পড়ার আগেই আরও দুই ব্যাটারকে সাজঘরের পথ ধরান সিরাজ। তার দিনে ডেভিড বেডিংহাম ও মার্কো ইয়ানসেন উইকেটে থিতু হওয়ার সময়টুকু পর্যন্ত পাননি। কেবল দুই অংকের কোটা পেরতে পেরেছেন বেডিংহাম। তিনি ফিরেছেন ১২ রান করে।

কেশভ মহারাজকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন কাইল ভেরেয়ানে। তবে তাকেও থামতে হয়েছে সিরাজের ষষ্ঠ শিকার হয়ে। দলীয় সর্বোচ্চ ১৫ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে টেলেন্ডাররাও ধরতে পারেননি হাল। প্রোটিয়াদের ইনিংস থামে মাত্র ২৩.২ ওভারে ৫৫ রান করে। অর্থাৎ লাঞ্চ বিরতির আগেই শেষ প্রোটিয়াদের প্রথম ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে ৯ ওভার হাত ঘুরিয়ে ৩টি মেইডেন দিয়ে ১৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন সিরাজ। বুমরাহ ও মুকেশ তুলেছেন দুটি করে উইকেট।

সম্পর্কিত খবর