এক ইনিংসে দুই রেকর্ড কেপটাউন টেস্টে
সবুজ উইকেটে বাড়তি বাউন্স যে কোনো পেসারের জন্যই স্বপ্নের মতো। কেপটাউনের নিউল্যান্ডসে আজ সকালে সেটাই পেলেন মোহাম্মদ সিরাজ, বাজি মাত করলেন তাতেই। ১৫ রান খরচায় তুলে নিলেন ৬ উইকেট। তাতে দক্ষিণ আফ্রিকা তুলতে পারল মোটে ৫৫, অলআউট হলো তাতেই।
কেপটাউনের নিউল্যান্ডসে শেষ কিছু দিনে গ্রাউন্ডসম্যান, পিচ কিউরেটর বদলে গেছে, উইকেটের মাঝেও প্যাচের ছড়াছড়ি। এরপরও নিউল্যান্ডসের মাঠটা শুরুতে ব্যাট করার উইকেটই। টস জিতে ডিন এলগার নেন সে সিদ্ধান্তটাই, ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।
শুরুর একটা ঘণ্টা কঠিন হতো, সেটা জেনেই ব্যাট করতে নেমেছিল দলটা। তবে দলটা শেষমেশ সে কঠিন বাধা জয় করতে পারেনি। শুরুর এক ঘণ্টায় ২৯ রান তুলতে খুইয়ে বসে ৪ উইকেট। এরপর আর ড্যামেজ রিকভারিটা করা হয়নি প্রোটিয়াদের। ইনিংস শেষ হয় ৫৫ রানে।
তাতে দুটো রেকর্ড গড়া হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। একটা নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের। ৫৫ রানের কমেও অলআউট হওয়ার নজির দলটার আছে আরও ৭ বার। তবে শেষ একশো বছরে এই ‘কীর্তি’ আর মোটে তিনবার গড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষটাও সেই ১৯৩২ সালে। তার মানে দাঁড়াচ্ছে ৯২ বছরে এর চেয়ে কম রানে অলআউটের নজির দক্ষিণ আফ্রিকার নেই আর একটাও।
আরও একটা রেকর্ড গড়েছে, তাতে প্রোটিয়াদের নাম আছে, তবে রেকর্ডটা ভারতের। আজকের এই ৫৫ রানের দলীয় ইনিংসই এখন ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কোনো দলের সর্বনিম্ন রান। আগেরটা ছিল নিউজিল্যান্ডের, ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬২ রানে অলআউট হয়েছিল সেবার। দক্ষিণ আফ্রিকা আজ টপকে গেল সেটাকেও।