০ রানে নেই ৬ উইকেট, টেস্ট ইতিহাসে যেই নজির নেই কারও
১৫৩ রানে পঞ্চম উইকেটের পতন ভারতের। বিরাট কোহলি তখন উইকেটে ঠাই দাঁড়িয়ে। ৪৬ রানে ব্যাট করছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। তখনও ৫ উইকেট হাতে আছে ভারতের। স্বাভাবিকভাবেই বড় লিডের আশা করছিল সমর্থকরা। কিন্তু কোথায় কি? মুহূর্তেই সব লণ্ডভণ্ড। ওই ওভারেই লুঙ্গি এনগিদি তুলে নিলেন তিন উইকেট। পরের ওভারে কাগিসো রাবাদা বল হাতে তুলে নিয়ে লু্ঙ্গিকে যেন অনুকরণ করে দেখালেন তিনি। ১৫৩ রানেই শেষ হলো ভারতের ইনিংস।
অর্থাৎ শেষ ৬ ব্যাটারকে ফিরতে হলো একই রানে। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে যা ঘটল এই প্রথমবারের মতো। শেষবার এমনটি দেখা গিয়েছিল ১৯৯০ সালে। সেবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার রান তাড়া করতে গিয়ে শেষ ৩ রানে ৫ ব্যাটারের উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। যা ছিল এতদিন পর্যন্ত একইরানে সবচেয়ে বেশি ব্যাটারের উইকেট হারানোর রেকর্ড। সেটা আজ কেপটাউনে নিজেদের করে নিয়েছে ভারত। নাম লিখিয়েছে বিরল এক রেকর্ডে।
এদিন আরও একটি রেকর্ড নিজেদের করে নিয়েছে ভারত। অবশ্য তাদের সঙ্গে রেকর্ডে ভাগ আছে দক্ষিণ আফ্রিকারও। দু’দল মিলিয়ে মোট ৩৪৯ বল খেলতে পেরেছে নিজেদের প্রথম ইনিংসে। যা টেস্ট ক্রিকেটে দুই দলের খেলা দ্বিতীয় সর্বনিম্ন বলের রেকর্ড।
তার আগে অবশ্য প্রথম ইনিংসে ৫৫ রানে আলআউট হয়ে দুটি রেকর্ডে নাম লিখিয়েছে প্রোটিয়ারা। ১৯৩২ সালের পর এত কম রানে আলআউট হওয়ার নজির গড়েছে দলটি। যা ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন।
আরও একটা রেকর্ড গড়েছে প্রোটিয়ারা, তাতে অবশ্য নাম আছে ভারতের। আজকের এই ৫৫ রানের দলীয় ইনিংসই এখন ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কোনো দলের সর্বনিম্ন রান। আগেরটা ছিল নিউজিল্যান্ডের, ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬২ রানে অলআউট হয়েছিল সেবার। দক্ষিণ আফ্রিকা আজ টপকে গেল সেটাকেও।