শচীন-ওয়ার্নদের কাতারে নাম লেখাবেন মুশফিক?
বাংলাদেশের অনেক রেকর্ডই এখন মুশফিকুর রহিমের দখলে। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। বর্তমানে টেস্টে সর্বোচ্চ রান তার, সবচেয়ে বেশি সেঞ্চুরিও, সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও তার দখলে।
এবার আরও এক অনন্য কীর্তি হাতছানি দিয়ে ডাকছে তাকে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ টেস্ট খেলা ক্রিকেটার বনে যাওয়ার কীর্তি। যে ক্লাবে আছেন শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্নদের মতো কিংবদন্তিরা, সে ক্লাবে ঢুকে যাওয়ার সুযোগ এখন তার সামনে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। এখন পর্যন্ত তার ঝুলিতে আছে ৮৮ টেস্টের অভিজ্ঞতা।
২০০৫ সালে অভিষেক তার। ক্রিকেট বিশ্বেরই সবচেয়ে প্রবীণ খেলোয়াড় এখন তিনি। অথচ তার পরে টেস্ট আঙিনায় এসে তিন অঙ্কের টেস্ট খেলে ফেলার নজির আছে অনেকগুলো। অথচ মুশফিকই কি না এখন পর্যন্ত টেস্টে শততম ম্যাচ খেলতে পারেননি। সেটার কারণ অবশ্য বাংলাদেশের কম টেস্ট খেলার অতীত। এমনও সময় গিয়েছে, যখন বাংলাদেশ টানা ১০-১২ মাস ছিল টেস্টের বাইরে।
যে কারণে অস্ট্রেলিয়ার ১৫, ভারতের ১৩, ইংল্যান্ডের ১৫, দক্ষিণ আফ্রিকার ৮, পাকিস্তানের ৫, শ্রীলঙ্কার ৬, ওয়েস্ট ইন্ডিজের ৯, নিউজিল্যান্ডের ৪ জন ১০০ টেস্ট খেলা ক্রিকেটার থাকলেও বাংলাদেশের নেই।
সে সময়গুলো অবশ্য এখন অতীত। বাংলাদেশ চলতি বছরে খেলবে ১৪ টেস্ট। এই ২০২২ সালেও খেলেছে ১০টি টেস্ট। যার ফলেই মূলত এখন বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিমও চলে গেছেন সেঞ্চুরির দুয়ারে।
নিজেকে ফিট রেখে এর ১২টি টেস্টে খেলতে পারলেই পৌঁছে যাবেন তিন অঙ্কে। বাংলাদেশ পেয়ে যাবে ম্যাচের দিক থেকে তাদের প্রথম টেস্ট ‘সেঞ্চুরিয়ান’।