কেপটাউনের উইকেটকে ‘জঘন্য’ বললেন ডোনাল্ড

কেপটাউনের উইকেটকে ‘জঘন্য’ বললেন ডোনাল্ড

দরুন জমজমাট এক টেস্ট ম্যাচ দেখার আশায় শেষ দুই দিনের টিকিট কাটলেন আপনি। অথচ সেই টেস্ট স্থায়ী হলো না দেড় দিনও। কেমন লাগবে ভাবুন একবার। পাঁচ দিনের টেস্ট শেষ মাত্র দেড় দিনেই। সেশনের হিসেবে পাঁচ সেশনও স্থায়ী হয়নি কেপটাউন টেস্ট। এমন দিন ক্রিকেটে শেষ কবে দেখা গেছে? একটা উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেতেই পারে। তাই বলে এতোটা! ৩৩ উইকেটের সবকটিই যাবে তাদের পেটে। একটা বলও করতে দেখা যাবে না স্পিনারদের।

স্বাভাবিকভাবেই তাই ভারতের ৭ উইকেটের জয় ছাপিয়ে আলোচনায় এখন কেপটাউনের উইকেট। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ কিংবদন্তি প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড। রাখঢাক না পুষে সরাসরি এই উইকেটকে জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি।

কেপটাউন টেস্টে সবমিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৭ ওভার। বলের হিসেবে ৬৪২। যা দীর্ঘ টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলের টেস্ট। এমন উইকেটে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ও দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহ তুলেছেন ৬ উইকেট। যা নিয়েও উইকেটের সমালোচনা করেছেন প্রোটিয়া এই কিংবদন্তি।

ম্যাচ নিয়ে ডোনাল্ড বলেন, ‘সিমাররা ৬ উইকেট তুলছে, স্কোর কম হচ্ছে। যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পিচটা মোটেও সুবিধার নয়। ভারত হয়তো সামলে নেবে, কিন্তু জেতাটাও খুব সহজ হবে না। ব্যাট-বলের সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার জন্য এই পিচ মোটেও আদর্শ নয়।’

সবচেয়ে সংক্ষিপ্ততম পাঁচ টেস্ট


দল
বল জয়ী  ভেন্যু
দক্ষিণ আফ্রিকা-ভারত ৬৪২ ভারত কেপটাউন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ৬৫৬ অস্ট্রেলিয়া মেলবোর্ন
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ৬৭২ ইংল্যান্ড ব্রিজটাউন
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৭৮৮ ইংল্যান্ড ম্যানচেস্টার
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৭৯২ অস্ট্রেলিয়া লর্ডস

সম্পর্কিত খবর