অবশেষে ব্যাগি গ্রিন ফেরত পেলেন ওয়ার্নার
বিদায়ী টেস্ট শুরুর ঠিক আগে এসে একটা দুঃসংবাদ পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তার লাগেজ থেকে চুরি হয়ে গিয়েছিল তার সাধের ব্যাগি গ্রিন টুপি। তবে সেটা চার দিন পরই খুঁজে পেয়েছেন অজি ওপেনার। আজ ইনস্টাগ্রামে এক ভিডিওতে বিষয়টি জানিয়েছেন তিনি।
লাগেজ থেকে ব্যাগি গ্রিনসহ তার একটি ব্যাগ চুরি হয় সেদিন। সেই ব্যাগটা আজ সিডনিতে তার টিম হোটেলে পাওয়া গেছে। তবে সেটা সেখানে কী করে গেল, কারা দিয়ে গেল, তার বিষয়ে কিছুই জানায়নি স্থানীয় সংবাদ মাধ্যম।
ওয়ার্নার সে ব্যাগটা পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ধন্যবাদ জানিয়েছেন এর খুঁজে পাওয়ার সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন তাদেরকে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত, খুবই স্বস্তি বোধ করছি। আমার ব্যাগি গ্রিন টুপিটা পাওয়া গেছে, খবরটা বেশ আনন্দের। যারা এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কান্টাস, মালবাহী কোম্পানি, হোটেল, টিম ম্যানেজমেন্ট, আপনাদের ধন্যবাদ।’
ভিডিওতে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার জানে তার টেস্ট ক্যাপটা কেমন স্পেশাল। এটা আমি সারা জীবন যত্ন করে রাখব।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘ব্যাগটা টিম হোটেলেই পাওয়া গেছে, ভেতরে সবকিছু যেমন ছিল তেমনই আছে। তবে একাধিক দল সিসিটিভি ফুটেজ বারবার পরীক্ষা করেও এটা কী করে এখানে এল, তা বের করতে পারেনি।’