টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। আর মাত্র পাঁচ মাসের মতো সময় বাকি। ইতিহাসে প্রথমবারের মতো ২০ দল নিয়ে মাঠে গড়াতে যাওয়া এই ক্রিকেট বিশ্বকাপের গ্রুপিং অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অবশ্য একটা গ্রুপিং ফাঁস করেছে সম্প্রতি, যাতে দেখা যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
সে তালিকায় দেখা যাচ্ছে, বাংলাদেশ আছে প্রতিযোগিতার ডি গ্রুপে। সে গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। দুটো সহযোগী সদস্যও আছে বাংলাদেশের গ্রুপে। দল দুটো হচ্ছে– নেদারল্যান্ডস, যাদের কাছে গেল ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ আর অন্যটা হচ্ছে প্রতিবেশী দেশ নেপাল।
গ্রুপিংয়ে চোখ বোলালে এই গ্রুপকেই আপাতত মনে হতে পারে বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ। কারণ এই গ্রুপের অন্তত চার দলের একে অন্যের বিপক্ষে জয়ের রেকর্ড আছে, হোক তা ভিন্ন ফরম্যাটে। ফলে বিশ্বকাপের সবচেয়ে উন্মুক্ত গ্রুপও এটা, মনে করা হচ্ছে এমনই।
ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রেখে করা হচ্ছে বিশ্বকাপের গ্রুপিং, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল ভারতীয় সংবাদ মাধ্যমে। সেটাও ঠিক হয়েছে টেলিগ্রাফের প্রকাশ করা সে গ্রুপ তালিকায়। ভারত পাকিস্তানের সঙ্গে বাকি দলগুলো হচ্ছে, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
বি গ্রুপেও আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড খেলবে বি গ্রুপে। সে গ্রুপের বাকি দলগুলো হচ্ছে নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। সি গ্রুপটা বেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। সেখানে নিউজিল্যান্ডের সঙ্গে আছে স্বাগতিক উইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা আর পাপুয়া নিউগিনি।
আগামী ৪ জুন শুরু হবে এই বিশ্বকাপ। শেষ হবে ৩০ জুন। টুর্নামেন্টটির আয়োজন করবে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এই দলগুলোকে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল খেলবে শেষ আটে। সেখানে আবার দুটো গ্রুপে ভাগ হয়ে খেলবে চার দল। এরপর সেমিফাইনাল ও ফাইনালের পর নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।
এক নজরে বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ বি : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ সি : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল