অজিদের ধসিয়ে ইমরানের রেকর্ড ছুঁলেন জামাল
অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন রান উঠে গেছে ২৮০। উইকেট বাকি তখনো ৫টা। ধারণা করা হচ্ছিল বড় লিডই বুঝি পেতে যাচ্ছে স্বাগতিকরা, পাকিস্তান যে প্রথম ইনিংসে করেছিল মোটে ৩১৩। সেখান থেকে অজিরা লিড নিতে পারল না, উলটো পাকিস্তান পেয়ে গেল ১৪ রানের লিড। অস্ট্রেলিয়ার এভাবে ২৮৯/৫ থেকে ২৯৯/১০ হয়ে যাওয়ার পেছনের নায়ক আমির জামাল। ২০ বলে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাতেই অস্ট্রেলিয়ার ইনিংসের সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে গেছে লিডের সম্ভাবনাও।
জামাল চলতি সিরিজের পুরোটা জুড়েই পাকিস্তানকে তুলছেন খাদের কিনার থেকে। দলের যখন যা প্রয়োজন, তিনি তখন করছেন তা-ই। চলতি ম্যাচের প্রথম ইনিংসের কথাই ধরুন। পাকিস্তান তখন প্রমাদ গুণছে অল্পেতেই গুটিয়ে যাওয়ার। তখন আমির জামাল এলেন ব্যাট হাতে, খেললেন সেঞ্চুরি ছুঁইছুঁই এক ইনিংস। তাতে পাকিস্তান পেয়ে গেল ৩১৩ রানের পুজি।
এরপর আজ ত্রাতা হয়ে এলেন বল হাতে। অ্যালেক্স ক্যারি ফিরে গেলেও মিচেল মার্শ তখনো পাকিস্তানকে চোখ রাঙানি উপহার দিচ্ছিলেন। ছুঁয়ে ফেলেছিলেন ফিফটিও। সেই তাকে তিনি ফেরান শুরুতে।
এ ইনিংসে এর আগেও দুটো উইকেট তিনি তুলে নিয়েছিলেন। তবে আসল ভেল্কিটা দেখানো শুরু করলেন এরপর। অস্ট্রেলিয়ার লেজের ব্যাটারদের বিদায় করলেন, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, নাথান লায়নদের কাউকেই দাঁড়াতে দিলেন না। সব কিছু হয়ে গেল ছয় বলের এদিক ওদিকে। সে ছয় বলে তিনি রান দিলেন মোটে ৪টি, তুললেন চার উইকেট। সব মিলিয়ে ৬৯ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে পেয়ে গেলেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগারটাও। প্রথম ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের স্ট্যান্ডিং অভেশন পেয়েছিলেন জামাল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষটা যখন এভাবে করলেন জামাল, তখন আরও একবার সিডনির দর্শকরা তাকে সম্মান জানালেন সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে।
এমন বোলিংয়ে একটা রেকর্ডও ছোঁয়া হয়ে গেছে তার। পাকিস্তানের হয়ে এক টেস্টে ৮০ রানের ইনিংস ও সিক্স-ফারের কীর্তি এখন পর্যন্ত ছিল স্রেফ ইমরান খানের। ১৯৮৩ সালে সে কীর্তিটা গড়েছিলেন কিংবদন্তি অলরাউন্ডার, ৪১ বছর পর সে কীর্তিটা আজ ছুঁলেন জামাল।
আরও একটা রেকর্ডও হাতছানি দিচ্ছে জামালকে। অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে তার উইকেটসংখ্যা ১৮টি। আর একটি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন আজিম হাফিজের ১৯ উইকেটের রেকর্ড। আর দুটো হলে ছাড়িয়ে যাবেন তাকেও।
চলতি সিরিজে যেভাবে আগুন ঝরাচ্ছেন বল হাতে, তাতে আমির জামালের ঝুলিতে এই রেকর্ডটাও চলে আসার সমূহ সম্ভাবনাই দেখা যাচ্ছে এখন।