মাথায় আঘাত নিয়ে হাসপাতালে অজি ক্রিকেটার

  • নিউজরুম এডিটর
  • ০৪:৪২ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৪

বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন মেলবোর্নে স্টারসের স্যাম হার্পার। নেটে দীক্ষা নিচ্ছিলেন ব্যাটিংয়ের। তবে হঠাৎই লাফিয়ে উঠা একটা বল মাথায় আঘাত হানে এই উইকেটরক্ষক ব্যাটারের। তাতে গুরুতর আহত হন হার্পার। লুটিয়ে পড়েন সেখানেই। পরে অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

এসময় তার আঘাতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় অনুশীলন। বাকি ক্রিকেটারদের চোখে মুখেও তখন আতঙ্কের ছাপ। আরেকটা ফিল হিউজের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বলের আঘাতে না ঝড়ে পরে আরেকটি তাজা প্রাণ। সেই আশঙ্কা অবশ্য এখনও পুরোপুরি কেটে যায়নি।

শুক্রবার মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে দলের বাকিদের মতো অনুশীলন করছিলেন হার্পারও। ব্যাট হাতে খেলছিলেন বাহারি সব শট। তবে হঠাৎ ক্রস ব্যাটে শট খেলতে গেলেই বাধে বিপত্তি। বল ব্যাটে না গেলে হেলমেটের গ্রিলের নিচে চিবুকে আঘাত করে। যার ফলে তার গলার কাছে গুরুতরভাবে কেটে যায়। এসময় রক্তপাত শুরু হয়। মাঠে তাৎক্ষণিকভাবে হার্পারকে প্রাথমিক চিকিৎসা দেয় স্টারসের মেডিকেল টিম। তবে তাতে খুব একটা কাজ হয়নি।

পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে আশার কথা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও শ্বাসপ্রশ্বাস যথেষ্ট স্থিতিশীল ছিল তার। তবে বিপদ এখনও কাটেনি পুরোপুরি। আপাতত হাসপাতালেই থাকতে হতে পারে তাকে। রাতে বেশকিছু স্ক্যানও করা হবে তার।

তবে সমস্যা হলো পূর্বেও এরকম বেশ কিছু আঘাত পাওয়ায় হার্পারের চিকিৎসার ব্যাপারে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে চিকিৎসকদের। ২০২০ সালের জানুয়ারিতেও বিগ ব্যাশে নাথান এলিসের বলে গুরুতর আঘাত পেয়েছিলেন হার্পার। সে সময়ও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। ২০১৭ সালেও শেফিল্ড শিল্ডের ম্যাচে কিপিং করার সময় ব্যাটের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। ফের একই জায়গায় আঘাত পাওয়ায় এবার ঝুঁকিটা তাই একটু বেশিই। তবে সব আশঙ্কা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এই ক্রিকেটার এমনটাই প্রত্যাশা এখন সবার।

খেলার দুনিয়া | ফলো করুন :