প্রতারণার শিকার ধোনি, করলেন ১৫ কোটি রুপির মামলা
ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মহেন্দ্র সিং ধোনি। যার অসাধারণ নেতৃত্বে আইসিসির তিনটি মেজর শিরোপার স্বাদ পেয়েছে ভারত। স্বাভাবিকভাবেই তাই ক্রিকেট-প্রেমীদের কাছে এক আবেগের নাম ধোনি। ভক্তদের সেই আবেগটাকেই কাজে লাগাতে চেয়েছিল অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের এক প্রতিষ্ঠান।
ধোনির নাম জড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট একাডেমী চালু করতে চেয়েছিল তারা। সাজিয়েছিল প্রতারণার এক অভিনব ফাঁদ। সেই ফাঁদে শুরুতে পা দিয়েছিলেন ধোনিও। পরে বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানটির দুই কর্ণধারের বিরুদ্ধে ১৫ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন ধোনি।
২০১৭ সালের ঘটনা, অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমী তৈরির প্রস্তাব দেন। বিষয়টি ভালো লাগায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে সই করেন কিংবদন্তি এই ক্রিকেটার। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি ও লাভের অংশ পাওয়ার কথা ছিল ধোনির। কিন্তু পরবর্তীতে সেই চুক্তি পূরণ করেননি প্রতিষ্ঠানটি।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির দুই কর্ণধার দিবাকর ও সৌম্য বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি ধোনির। পরে ২০২১ সালে অর্ক স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেন ধোনি। সেটিও মানেনি ওই প্রতিষ্ঠানটি। তারা ধোনির নাম ব্যবহার করে একাডেমীর কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরে বাধ্য হয়ে এই দু’জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন ধোনি।
দিবাকর ও সৌম্যের বিরুদ্ধে রাঁচির একটি আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন ধোনি। যেখানে তাদের বিরুদ্ধে ১৫ কোটি রুপির প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। এ বিষয়য়ে ধোনির সংস্থা বিধি অ্যাসোসিয়েটসের পক্ষে দয়ানন্দ সিংহ জানিয়েছেন, ‘১৫ কোটি রুপিরও বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন ধোনি। অর্ক স্পোর্টস চুক্তিভঙ্গ এবং প্রতারণা করেছে। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হলেও অভিযুক্ত সংস্থাটির থেকে সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।’