টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ ভারত বিশ্বকাপেও যা উত্তেজনা ছড়িয়েছে তুমুল। ফের মাঠে গড়াচ্ছে আরেকটি বিশ্বকাপ। সেখানেও এই দুই দলের লড়াই দেখতে পারবে ক্রিকেট-প্রেমীরা।

আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যা এখন পর্যন্ত হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। যেখানে প্রথমবারের মতো লড়বে ২০টি দল। দলগুলো খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। অবশ্য বাংলাদেশের গ্রুপেই পড়েছে লঙ্কানরা। ডি গ্রুপে প্রথম ম্যাচেই এই দুই দলের লড়াই দেখতে পারবে ক্রিকেট-প্রেমীরা। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৭ জুন।

ডি গ্রুপে বাংলাদেশের অন্য-প্রতিপক্ষ হিসেবে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিক, নেদারল্যান্ডস ও নেপালের। তুলনামূলকভাবে এই বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ এটিই। আর কঠিন গ্রুপে অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করতে হবে বাংলাদেশকে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।

এরপর আগামী ১০ জানুয়ারি নিউইয়র্কে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নামবে সাকিব আল হাসানের দল। এরপর অবশ্য বাংলাদেশকে উড়াল দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে কিংসটাউনে।

১৩ জুন কিংসটাউনে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে সবশেষ বিশ্বকাপেই হারতে হয়েছিল বাংলাদেশকে। গ্রুপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৬ জুন। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। প্রতিটি গ্রুপ থেকেই দুটি করে দল যাবে পরবর্তী রাউন্ডে। যারা একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর টুর্নামেন্টের মূল আকর্ষণ ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৯ জুন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচী

প্রতিপক্ষ ভেন্যু তারিখ
শ্রীলঙ্কা ডালাস ০৭ জুন
দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক ১০ জুন
নেদারল্যান্ডস কিংসটাউন ১৩ জুন
নেপাল কিংসটাউন ১৬ জুন

বিশ্বকাপের সূচি

সম্পর্কিত খবর