‘দুই দিনের টেস্ট ম্যাচ কোনো টেস্ট না’
কেপটাউন টেস্টে স্বাগতিকদের হারের পর কেপটাউনের উইকেট নিয়ে ক্ষুদ্ধ খোদ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিরা। দেশটির কিংবদন্তি পেসার এবং বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড কেপটাউনের উইকেটকে বলেছেন ‘জঘন্য’। এবার আরেক প্রোটিয়া পেসার ডেল স্টেইনও আলোচিত সে উইকেটের একহাত নিয়েছেন!
সামাজিক যোগাযোগমাধ্যমে কেপটাউনের পিচের কঠোর সমালোচনা করেছেন স্টেইন। এমনকি বলের হিসাবে ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচটিকে তার কাছে ‘টেস্ট’ মনে হয়নি বলেও উল্লেখ করেন এই পেসার, ‘দুই দিনের টেস্ট ম্যাচ কোনো টেস্ট না।’
এরপরই প্রোটিয়া ক্রিকেট কর্তাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন স্টেইন, ‘আমরা পিচে ফাটল দেখতে কেন এত ভয় পাই? সিডনি, পার্থের কথা ভাবুন। ওদের পিচে এত বড় বড় ফাটল থাকে যে মনে হয় সেটার ভেতর কেউ চাইলে নিজেও গাড়িও পার্ক করতে পারবে। এরপরও তাদের ওখানে টেস্ট ম্যাচ চার-পাঁচ দিন পর্যন্ত চলে।’
‘পিচে ফাটল দেখা যাওয়ার আগেই একটা টেস্ট শেষ হয়ে যাওয়ার কোনো মানে হয় না। (টেস্ট ম্যাচ চলাকালে) সময়ের সঙ্গে সঙ্গে পিচের অবনতি হয়, সেটা হতে দিন’ - যোগ করেন স্টেইন।
কেপটাউনের বধ্যভূমিতে দুই দিনে টেস্ট হারের পরও পিচ কিউরেটরের প্রতি সহমর্মি প্রোটিয়া কোচ শুক্রি কনরাড, ‘আমি ব্রামকে (ব্রাম মং - নিউল্যান্ডসের কিউরেটর) চিনি। সে ভালো মানুষ। কিন্তু কখনো কখনো ভালো মানুষরাও ভুল করে বসে। ক্রিকেটার এবং কোচদের মতো ব্রামকেও এই পরিস্থিতি কোনো অভিযোগ না করে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’
উল্লেখ্য, কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-ভারতের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে দেড় দিনে। ম্যাচের প্রথম দিনে দুই দল মিলে ২৩ উইকেট হারায়। এর মাঝে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৯২ বছরের মধ্যে টেস্টে যা তাদের সর্বনিম্ন ইনিংস স্কোর।
প্রোটিয়াদের মতো ব্যাটিংয়ে ভারতকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সে পরীক্ষার পর দেড় দিনের এই টেস্টে ফল নিজেদের পক্ষে আনতে পেরেছে ভারত। ৭ উইকেটের জয়ে সিরিজ হার এড়াতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল।