আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে যারা

  • নিউজরুম এডিটর
  • ০৯:২২ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৪

স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন প্যাট কামিন্স। বল হাতেই যে গেলো বছরটায় ঝলক দেখিয়েছেন তা কিন্তু ক্যাপ্টেন্সিতেও দেখিয়েছেন অসাধারণ নেতৃত্বগুণ। যেটাতে অজিরা জিতেছে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৬ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ। বল হাতে টেস্টে ১৯ ইনিংসে ৪২ উইকেট ওয়ানডেতে ১৩ ইনিংসে ১৭ উইকেট। সবমিলিয়ে ৩২ ইনিংসে ৫৯ উইকেট আর দুই শিরোপা। যেটা অজি ক্যাপ্টেনকে জায়গা করে দিয়েছে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ারের নমিনেশনে।

অজি ক্যাপ্টেন ছাড়াও এই চারজনের শর্ট লিস্টে বাকি তিন নাম, দুই ইন্ডিয়ান ভিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। আরেকজন প্যাটের টিমমেট ট্রাভিস হেড।

বিশ্বকাপে ৭৬৫ রান করা ভিরাট গেলো বছর ওয়ানডেতে ২৭ ম্যাচে করেছেন ১৩৭৭ রান। যেটা বছরে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টে আট ম্যাচে করেন ৬৭১ রান। সবমিলিয়ে ৩৫ ম্যাচে করেন ২০৪৮ রান। যেটা ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান। বিশ্বকাপে হয়েছিলেন ম্যান অব দ্যা টুর্নামেন্ট।

তালিকার আরেক ইন্ডিয়ান রবীন্দ্র জাদেজা। সদ্য শেষ হওয়া বছরে শিকার করেছিলেন ৩৯ ইনিংসে ৬৬ উইকেট। যেটা বছরের সর্বোচ্চ। ওয়ানডেতে ২৩ ইনিংসে ৩১ উইকেট আর টেস্টে ১৪ ইনিংসে ৩৩ উইকেট। এছাড়া বছরজুড়ে ব্যাট হাতে করেছেন ৬১৩ রান।

কামিন্সের মতোই অজিদের টেস্ট এবং ওয়ানডে এর বিশ্ব চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য ট্রাভিস হেড। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনাল দুটোতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। দুই ফাইনালেই করেছেন সেঞ্চুরি। বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। ২০২৩-এ তিন ফরম্যাটে ৪২ ইনিংসে করেছেন ১৬৯৮ রান।

এবার দেখার অপেক্ষায় কার হাতে ওঠে স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :