সাকিবের দেওয়া সাহসেই বিধ্বংসী মিরাজ

সাকিবের দেওয়া সাহসেই বিধ্বংসী মিরাজ

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ১৫৬ রানে। ৩ উইকেট নিয়ে এতে বড় অবদানই রেখেছেন মেহেদি হাসান মিরাজ। তবে তার এমন পারফর্ম্যান্সের পেছনেও ছিল সাকিব আল হাসানের অবদান। মিরাজ জানালেন, অধিনায়ক সাকিব এসে সাহস দিয়েই স্নায়ুচাপ থেকে মুক্তি দিয়েছিলেন তাকে। এরপরই তার অমন খুনে রূপ!

সাকিব নিজেও অবশ্য শুরু থেকে ছিলেন রূদ্ররূপে। শুরুর দুটো উইকেট যে আফগানরা খোয়াল, তা তো সাকিবের হাতেই! তবে এরপরই দৃশ্যপটে আসেন মিরাজ। তিনি যখন বোলিংয়ে এলেন, তখন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ জুটি গড়ে ফেলেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে। তাই কিছুটা স্নায়ুচাপও কাজ করছিল মিরাজের মগজে। 

সেটা কী করে কাটালেন? ইনিংস বিরতিতে মিরাজ বলেন, ‘প্রথম ওভারে কিছুটা নার্ভাস ছিলাম। ক্যাপ্টেন আমাকে বলেছেন আমি যদি ভালো লাইন-লেংথে বল করি তাহলে ভালো কিছু হবে।’ 

উইকেটের চরিত্র বুঝে বোলিংটা করেছেন, তাতেই সাফল্য। মিরাজের কথা, ‘উইকেটটা একটু কঠিন, বল কখনও একটু থমকে যাচ্ছে, কখনও সোজা যাচ্ছে, তাই আমি শুধু চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার। আমি সত্যিই খুশি যে তিনটি উইকেট পেয়েছি।’

মিরাজ শহিদির পর রশিদ খান আর মুজিবুর রহমানকেও ফেরান। সাকিবও তুলে নেন তিন উইকেট। সঙ্গে শরিফুল ইসলাম নেন ২ উইকেট, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান তুলে নেন একটি করে উইকেট। আর তাতেই আফগানিস্তান অলআউট হয় ১৫৬ রানে।

সম্পর্কিত খবর