হেরাথকে বয়সভিত্তিক দলে চায় বিসিবি
বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে আসতে চলেছে একাধিক পরিবর্তন। এমনটা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন থেকেই। শেষ পর্যন্ত সেটির লক্ষ্যে গত ৩ জানুয়ারি জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ, বিশ্লেষকসহ আরও কিছু পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বিজ্ঞাপনে নেই ফিল্ডিং কোচ ও স্পিন কোচের কোনো বিবরণী। জানা গেছে, বর্তমান সহকারী কোচ নিক পোথাস তদারকি করবেন ফিল্ডিংয়ের বয়সটি। এর আগে যেই দায়িত্ব ছিল সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের।
তবে স্পিন কোচের জায়গা এখনো খালি! তবে আগের কাউকেই দলে আনতে চাইছে বিসিবি? এমন কিছু মাথায় রেখেই সেই পদ উল্লেখ করেননি বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। স্পিন সামলানোর আগের দায়িত্বে থাকা রঙ্গনা হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সেখানে আছে বেশ কিছু পরিবর্তন। বছরভিত্তিক চুক্তির বদলে এবার দিনভিত্তিকে যেতে চায় বিসিবি। এতে হেরাথকে ২০০ দিনের প্রস্তাব দিয়েছে বোর্ড। এবং জাতীয় দলের বাইরে তাকে কাজ করতে হবে বয়সভিত্তিক দলের স্পিনারদের সঙ্গেও। স্পিন কোচ হিসেবে হেরাথকে প্রথম পছন্দ রেখেই এমন প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়াও বিজ্ঞাপনের দেওয়া সকল পদের চুক্তি ২ বছরের। এই বিবেচনা থেকেও হেরাথের জন্য এসেছে আলাদা এক প্রস্তাব।
২০২১ সালের নভেম্বরে সাকিবদের স্পিন কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার হেরাথ। তার সঙ্গে দলের দুই বছরের চুক্তি শেষ হয়ে গেছে গত বছরের নভেম্বরে। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।
এদিকে ক্রিকবাজের সূত্রমতে, প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হেরাথ। এবং সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি বিষয়টি নিয়ে আমার আইনজীবীর সঙ্গে কথা বলব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটির প্রতিক্রিয়া সম্পর্কে জানাব।’