ব্রাজিলের 'বুড়ো নেকড়ে' মারিও জাগালো আর নেই

ব্রাজিলের 'বুড়ো নেকড়ে' মারিও জাগালো আর নেই

ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তির মর্যাদা পাওয়াটা চাট্টিখানি ব্যাপার নয়। সেখানেও সেরাদের কাতারে থাকা তো আরও কঠিন। মারিও জাগালো সেই সেরাদের কাতারেই ছিলেন। তার নামের পাশে অতীতকাল ব্যবহার করতে হচ্ছে এখন, তিনি যে এখন আর বর্তমানে নেই! পরলোকগত হয়েছেন আজ। 

জাগালোর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত হয় মৃত্যুর খবরটি। সেখানে বলা হয়, ‘অনেক দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালো আর নেই।’ গতবছর পেলে মারা যাওয়ার পর ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতা দলের কেবল তিনিই বেঁচে ছিলেন। এবার ফুরাল তারও সময়।

ব্রাজিল ফুটবলে তার অবদান কতটুকু, তা তার ট্রফি কেসের দিকে তাকালেই বোঝা যায়। ব্রাজিল এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ জিতেছে, তার ৪টাতেই ছিল তার অবদান। ১৯৫৪, ১৯৫৮ বিশ্বকাপে তিনি খেলোয়াড় হিসেবে জিতেছেন শিরোপা। ১৯৭০ সালে জিতেছেন কোচ হিসেবে। ১৯৯৪ বিশ্বকাপে তিনি ছিলেন টেকনিকাল ডিরেক্টর।

১৯৩১ সালের ৯ আগস্ট জন্ম জাগালোর। ২৬ বছর বয়সে যোগ দেন জাতীয় দলে, ১৯৫৮ সালে। যেবার প্রথম বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। সে বছরেই দেখান ফুটবলে তার অনন্য সক্ষমতা। বিশ্বকাপের সেই আসরের ফাইনালে গোল ছাড়াও পেলের একটি গোলে সহায়তায় করেছিলেন জাগালো।

ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি এখন কম নেই। কিন্তু সে কীর্তিটা প্রথম গড়েছিলেন জাগালো। পরে সেই কীর্তিতে ভাগ বসান জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ফ্রান্সের দিদিয়ের দেশম।

সম্পর্কিত খবর