খেলার মাঠের তারা এবার নির্বাচনের মাঠে

খেলার মাঠের তারা এবার নির্বাচনের মাঠে

রাত পোহালেই দ্বাদশ জাতীয় নির্বাচন। এবারের জাতীয় নির্বাচন খানিকটা বৈচিত্র্য নিয়েই হাজির হয়েছে সামনে। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও এবার নেমে এসেছেন রাজনীতির মাঠে, লড়ছেন ভোটের লড়াই। ক্রীড়াঙ্গনের তারকারাও পিছিয়ে নেই, বরং এগিয়েই আছেন অনেকটা। সাকিব আল হাসান-মাশরাফি বিন মুর্তজার মতো তারকাদের উপস্থিতি আছে এবারের নির্বাচনে, সঙ্গে আছেন আরও অনেক তারকাও।

বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে লড়ছেন সিংহভাগ তারকা, আরও অনেকেই লড়ছেন স্বতন্ত্র্য প্রার্থী হয়েও। নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে আলো ছড়াচ্ছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা। দুজনেই লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। প্রচারণার সবশেষ দিনে গত বৃহস্পতিবার সাকিবকে সমর্থন জানাতে নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি চলে গিয়েছিলেন সাকিবের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে। প্রচারণা চালিয়েছেন সাকিবের জন্য। শুধু মাশরাফিই নয়, সাকিবের জন্য সৌম্য সরকার, আবু হায়দার রনি, রনি তালুকদার, সাব্বির রহমান, নাজমুল হোসেন অপুদের মতো ক্রিকেটাররাও গিয়ে হাজির হয়েছেন নির্বাচনী প্রচারণায়। 

সাকিব-মাশরাফি এই দুজন ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকেই আছেন নির্বাচনে। এই তালিকায় বর্তমান এমপি-মন্ত্রী থেকে শুরু করে আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ক্রিকেট মাঠে সাকিব-মাশরাফিদের অভিভাবক হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচনের ময়দানে কেবল আরও একজন সংসদ সদস্য প্রার্থীই। তিনি লড়ছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে।

ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক, নারী কমিটির প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল এবার প্রথমবারের মত অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনে। মৌলভিবাজার-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন তিনি। 

তবে ক্রিকেটের চেয়ে ফুটবল অঙ্গনের তারকাদের উপস্থিতিই বেশি এবারের সংসদ নির্বাচনে। সাবেক ফুটবলার আর বর্তমান বাফুফে সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে লড়ছেন নৌকা প্রতীক থেকে, তার প্রতিদ্বন্দ্বী এসএম মোর্তজা রশীদী দারাও তারই আসন থেকে লড়ছেন স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে। 

বাফুফের আরেক সহ সভাপতি কাজী নাবিল আহমেদও আছেন নির্বাচনের মাঠে, নৌকা প্রতীক নিয়ে লড়ছেন যশোর-৩ আসনে। এর আগে ২০১৪, ২০১৮ নির্বাচনেও লড়েছেন তিনি। আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েও পারেননি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন নোয়াখালী ২ আসন থেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নেত্রকোণা-২ আসন থেকে।

সম্পর্কিত খবর