বিদায়ী টেস্টে ওয়ার্নারকে পাকিস্তানের উপহার
ডেভিড ওয়ার্নার আজই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। শেষ টেস্টে পেয়েছেন ৮ উইকেটের বিশাল জয়, সঙ্গে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তৃপ্তিও। তবে তার এই বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করতে তার দলের সতীর্থ, তার পরিবার চেষ্টার কমতি রাখেনি। এ তালিকায় যোগ দিয়েছে তার প্রতিপক্ষ পাকিস্তানও। বিদায়ী দিনে দিয়েছে দারুণ এক উপহার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের জার্সি নেওয়া হয়েছিল। সেখানে স্বাক্ষর করেছেন পাকিস্তানের সব ক্রিকেটার। সে জার্সিটাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ওয়ার্নারের হাতে তুলে দেন শান মাসুদ।
পুরস্কার ওয়ার্নারের হাতে তুলে দেওয়ার সময় মাসুদ ওয়ার্নারকে বলেন, ‘এটা বাবর আজমের জার্সি, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার স্বাক্ষর আছে।’ এখানেই শেষ নয়। অনাগত দিনের জন্য ওয়ার্নারকে শুভকামনাও জানান পাক অধিনায়ক।
ওয়ার্নার তার সাদা পোশাকের বিদায়টাও রাঙিয়েই গেছেন। কোনো সেঞ্চুরি অবশ্য পাননি। কিন্তু দল জয় তুলে নিয়েছে, নিজে ছুঁয়েছেন পঞ্চাশ। বিদায়ী টেস্টে একজন ক্রিকেটার এর চেয়ে বেশি আর কীইবা চাইতে পারেন?
বিদায়ী ইনিংসে তিনি করেছেন ৭৫ বলে ৫৭ রানে। সাদা জার্সি গায়ে অজিদের হয়ে এ নিয়ে ১১২টি টেস্ট খেললেন এই বাঁহাতি ব্যাটার। ৮৭৮৬ রান করেছেন ৪৪.৫৯ গড়ে। ২৬ সেঞ্চুরির পাশাপাশি তার ঝুলিতে জমা পড়েছে ৩৭টি ফিফটিও। ক্যারিয়ারটা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শেষ করেছেন ওয়ার্নার।