সাতসকালে ভোটকেন্দ্রে সাকিব, দিলেন নিজের ভোট

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১৮ এএম | ০৭ জানুয়ারি, ২০২৪

সবশেষ নির্বাচনী প্রচারণায় বাড়তি ঔজ্জ্বল্যই ছড়িয়েছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন তিনি। প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। আজ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিনেও আলো ছড়ালেন। সাত সকালে ভোটকেন্দ্রে হাজির হয়ে গেলেন। দিলেন ভোটও। 

মাগুরা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব। এই আসনের ভোটকেন্দ্র দরিমাগুরা স্কুলে ভোট দিয়েছেন তিনি। আজ রোববার সকাল আটটা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় কেন্দ্রটিতে। সেখানে সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ ভোট দেন সাকিব। 

ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘আমি চেষ্টা করেছি সব জায়গা থেকে। আমি মনে করি ভালো টার্নআউট হবে।’ ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সেখান এই সংসদ সদস্য প্রার্থী অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বি আছেন আরও চার জন। তারা হলেন- তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা ও জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ।

মাগুরা-১ আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।

খেলার দুনিয়া | ফলো করুন :