ভোট দিয়ে যা বললেন সাকিব

ভোট দিয়ে যা বললেন সাকিব

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব আল হাসান। আজ ভোট গ্রহণের দিন। এদিন সাতসকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়ে গেলেন তিনি। দিলেন নিজের ভোটটা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানালেন নিজের অভিমতও। 

ভোট এর আগেও দিয়েছেন। তবে নিজের জন্য এবারই প্রথম। কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘নিজের জন্য ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। কখনো তো এমন চিন্তা করা হয়নাই! এটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আশা করছি ভালো কিছুই হবে।’ 

সাকিবের চাওয়া ভোটটা যেন শান্তিপূর্ণভাবে শেষ হয়। তিনি বলেন, ‘আমি আশা করছি শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। আজকের দিনে যেন কোনো ঝামেলা না হয়। আমি আগে শুনেছি যে নির্বাচনে অনেক ঝামেলা হয়, অনেক শঙ্কা থাকে। আমি চাই জনগন শান্তিপূর্ণভাবে ভোটটা প্রদান করুক। তারা অভয়ে তাদের ভোটটা দিতে আসুক। আশা করি তারা ভোটটা দিতে আসবে, আর বাসায়ও ফিরে যেতে পারবে কোনো ঝামেলা ছাড়া।’

ভোট দেওয়াটা নাগরিকদের দায়িত্ব, সেটা আবারও মনে করিয়ে দেন তিনি। তার ভাষ্য, ‘যত বেশি টার্ন আউট হয়, তত বেশি ভালো। আমি মনে করি, সবার নাগরিক অধিকার, দায়িত্ব, তারা তাদের প্রতিনিধিকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত করবেন, এটা তাদের অধিকার বলে আমি মনে করি। তারা তাদের মূল্যবান ভোটটি দিয়ে সঠিক বিচারটি করবেন বলে আমি মনে করি।’

সাকিব ভোট দিয়েছেন সকাল আটটার আশেপাশে। তখন ভোট কেন্দ্রে তেমন ভীড় ছিলই না। তবে সাকিবের আশা, বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বাড়বে। সব শেষে ভালো টার্নআউটই হবে।

তার কথা, ‘আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। আশা করছি সবাই সচেতন হবেন, আসবেন ভোট দিতে, যেটা আমার মনে হয় সবাইকে উৎসাহিতও করবে। আমি মনে করি ভালো টার্নআউট হবে। বাকিটা তো আমার পক্ষে বলা মুশকিল, এখনো সকাল। শীতের সকাল, একটু সময় লাগবে আস্তে আস্তে। কিন্তু দিন যত বাড়বে, ভোটার উপস্থিতি তত বাড়বে বলে আমি মনে করি। আশা করছি ভালো টার্নআউটই হবে।’

সম্পর্কিত খবর