কন্ডিশনে ভিন্নতা এসেছে, তবে মনোবলে নয়

কন্ডিশনে ভিন্নতা এসেছে, তবে মনোবলে নয়

বিশ্বকাপ সরিয়ে শ্রীলঙ্কা থেকে সাউথ আফ্রিকায় নেওয়া হয়েছে। কন্ডিশনে ভিন্নতা এসেছে, তবে টাইগার যুবাদের মনোবলে নয়। এশিয়া কাপ জয় সেই মনোবল বাড়িয়ে দিয়েছে অনেকখানি। বাংলাদেশের যুবাদের লক্ষ্য এখন শুধুই শিরোপা জয়। তাইতো এশিয়া কাপ যারা জিতিয়েছে সেই স্কোয়াড নিয়ে ন্যুনতমও এক্সপেরিমেন্ট করেননি নির্বাচকরা। সবাই যাচ্ছেন বিশ্বকাপে। আরো একবার বিশ্বজয়ের মিশনে৷ আরো একবার সাউথ আফ্রিকায়। 

ট্রফি পুনরুদ্ধারের মিশনে সাত জানুয়ারি রবিবার দিবাগত রাতে এমিরেটসের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাহফুজুর রহমান রাব্বি-আহরার আমিন-আরিফুল ইথুনরা। যাওয়ার একদিন আগে মিরপুরে সেরেছে ফটোসেশন। প্রত্যেকেই গণমাধ্যম জানিয়েছেন নিজেদের সাফল্য ক্ষুধার পরিমান। 

আগামী আট থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পচেফস্ট্রুমে হবে কন্ডিশনিং ক্যাম্প। জানা গেছে, ১১ জানুয়ারি সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে একটি ওয়ার্ম আপ ম্যাচ৷ 

১৩ জানুয়ারি থেকে পাবে আইসিসির আতিথ্য। প্রিটোরিয়ায় ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা। 

ব্লুমফন্টেইনে আগামী ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই একই মাঠে। 

নিজেদের ইতিহাসে প্রথম আন্ডার নাইনটিন এশিয়া কাপ শিরোপা জিতে বাড়তি এক চাঙ্গা মনোভাবে আছে শিবলি-রাব্বিরা৷ এবার সেটাই ধরে রাখার পালা। আকবর-তামিমরা সাউথ আফ্রিকা থেকে খালি হাতে ফেরেননি, আহরার-আরিফুলরাও নিশ্চয়ই সেটা চাইবেন না।

সম্পর্কিত খবর