ম্যানচেস্টার ইউনাইটেডের রাঁধুনি নিয়ে ভারত সফরে স্টোকসরা

ম্যানচেস্টার ইউনাইটেডের রাঁধুনি নিয়ে ভারত সফরে স্টোকসরা

চলতি মাসের শেষের দিকে ভারত সফরের আসছে ইংল্যান্ড। সাত সপ্তাহের লম্বা সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এতে লম্বা সময় ধরে ক্রিকেটার শারীরিক ফিটনেসে খাবারের বিষয়টি মাথায় রেখে রাঁধুনিকে সঙ্গে করেই সফরে আসবে ইংলিশরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ সারির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রাঁধুনির দায়িত্বে থাকেন ওমর মেজিয়ান। এই মেজিয়ান নিয়েই আসন্ন সফরে আসবেন স্টোকস-রুটরা। তবে এমন ঘটনা এটিই প্রথম না। ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান সফরেও ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন মেজিয়ান। উপমহাদেশের মশলাযুক্ত খাবারে সমস্যায় পড়েন বেশিরভাগ ইংলিশ ক্রিকেটার। এই দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত ইসিবির (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড)।

‘দ্য টেলিগ্রাফ’ এর এক প্রতিবেদনের সূত্রমতে, সাত সপ্তাহের সফরে ক্রিকেটারেরা যাতে অসুস্থ না হয়, তা নিশ্চিত করতেই রাঁধুনি নিয়ে ভারত সফরে আসবে ইংল্যান্ড। আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্টটি।

বিশ্ব ফুটবলে নিজেদের রাঁধুনি নিয়ে সফরের নজির হরহামেশাই। তবে ক্রিকেটে এটির সূচনা ইংল্যান্ড দিয়েই। এতেই যেন হাসি-তামাশায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দের শেবাগ। সামাজিক যোগাযোগমাধমে এমন কিছুতে প্রায়ই মেতে থাকেন তিনি।

ইংলিশ ভক্তদের ভক্তদের জনপ্রিয় এক প্ল্যাটফর্ম ‘ইংলিশ বার্মি আর্মি’। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রাঁধুনি নিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি একটা পোস্ট দিয়েছে তারা। সেটিকেই মজার ছলে রিটুইট করেছেন শেবাগ। সেখানে তিনি লিখেছেন, ‘কুক চলে যাওয়ার পরই তাদের এটি (রাঁধুনি) দরকার পড়েছে। তবে আইপিএলে এটি দরকার পড়বে না।’ 

 

সম্পর্কিত খবর