রোহিত-বিরাটের বাক্সে সৌরভের ভোট
বিষয় যখন টি-টোয়েন্টি ক্রিকেট তখন তাদের দুজনেই একই সমান্তরালে। দুজনেই তাদের শেষ টি-টোয়েন্টি খেলেছেন একই তারিখে, ২০২২ সালের ১০ নভেম্বর। ওটা ছিল টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল। অ্যাডিলেডের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। তারপর আর ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলেননি এই দুই তারকা।
-আবার কি তারা এই ফরমেটে ভারত দলে ফিরবেন? ফিরতে পারেন? ভারতীয় দলের নির্বাচকরা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। সামনের জুনে টি- টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে। সেই বিশ্বকাপের জন্য এখন থেকেই দল সাজানো শুরু হচ্ছে দলগুলোর। ভারতও তাই করছে। দক্ষিণ আফ্রিকা টেস্ট মিশন শেষে ভারতীয় দলের পরের মিশন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের দল গঠনের জন্য শেষ মুহূর্তের আলোচনায় ভারতীয় নির্বাচকরা। যেখানে এজেন্ডার শীর্ষে রোহিত শর্মা ও বিরাট কোহলি।
২০২৩ সালে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতের হয়ে কোনো টি- টোয়েন্টি ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে ভারত ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই ম্যাচগুলোতে ভারতের অধিনায়ক ছিলেন তিনজন। সর্বোচ্চ ১৪ ম্যাচে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ৮টি এবং জাসপ্রিত বুমরা অধিনায়কত্ব করেছেন ৩ ম্যাচে। সবমিলিয়ে ভারত এই মেয়াদে খেলেছে ২৫ ম্যাচ। বৃষ্টিতে বাতিল হয়েছে তিনটি ম্যাচ। ভারত জিতেছে ১৪ ম্যাচে। মূলত এই পুরো একবছরে ভারত টি-টোয়েন্টিতে নতুন দল এবং অধিনায়ক পাওয়ার চেষ্টা করেছে। সেটা তারা পেয়েও গেছে। কিন্তু সমস্যা বাঁধিয়েছে ইনজুরি। বিশ্বকাপের মাঝপথ থেকেই হার্দিক পান্ডিয়া ইনজুরিতে ভুগছেন। এখনো সেরে উঠেননি। আর ভারতের সর্বশেষ টি- টোয়েন্টিতে চোট পেয়ে সূর্যকুমার যাদবও মাঠের বাইরে।
হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব এই দুজনের কাউকে ভারত পাচ্ছে না আফগানিস্তান সিরিজে। তাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছেই ফের ছুটতে হচ্ছে নির্বাচকদের। এই সিরিজে রোহিত শর্মা ফিরলে অধিনায়ক হয়েই ফিরবেন। এবং সম্ভবত জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনিই ভারতের অধিনায়ক থাকছেন।
রোহিত এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে সৌরভ গাঙ্গুলি কি ভাবছেন? এমন এক প্রশ্নের উত্তরে ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান জানান, আমি তো চাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই ভারতের টি-টোয়েন্টি দলে থাকুক।