এক বছর পর ফিরলেন রোহিত-কোহলি
সবশেষ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পর থেকেই দলের বাইরে অধিনায়ক রোহিত শর্মা। তার মতোই একই অবস্থা ছিল অভিজ্ঞ বিরাট কোহলির। মাঝের সময়টাতে ২৫টি ম্যাচ খেলেছে ভারত। নেতৃত্ব দিয়েছেন মোট তিনজন ক্রিকেটার। তাই অনেকেরই ধারণা ছিল হয়তো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ পড়বেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও শেষ পর্যন্ত সে পথে হাঁটেন ভারত। বিশ্বকাপের আগেই এই দুই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে বিসিসিআই।
আগামী ১১ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানো হয়েছে তাদের। নেতৃত্বের ভার থাকছে রোহিতের কাঁধে। তার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যেখানে জায়গা হয়েছে দুই উইকেটরক্ষক ব্যাটারের।
চোটের কারণে এই সিরিজে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। মাঝের সময়টাতে এই তিনজনকেই দেখা গেছে ভারতের নেতৃত্বে। দলে ফেরানো হয়েছে
অলরাউন্ডার হিসেবে আছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদবকে রাখা হয়েছে লেগ-স্পিনার হিসাবে। বুমরাহ না থাকায় পেস বিভাগ পরিচালনা করবেন আভেশ খান, আরশদীপ সিং এবং মুকেশ কুমার।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল , রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আভেশ খান, মুকেশ কুমার।