মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি

মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফি নির্বাচিত হয়েছেন টানা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে। অন্যদিকে সাকিব নির্বাচিত হয়েছেন তার জন্মস্থান মাগুরা-১ আসন থেকে। দু’জনেই বিপুল ভোটে জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেছেন। তাদের মতোই বোর্ড প্রধান নাজমুল ইসলাম পাপন জয় লাভ করেছেন কিশোরগঞ্জ-৬ ‍আসন থেকে।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কিনেছিলেন সাকিব। দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন চান। পরে তাকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে সাকিবকে। যার ফলটাও তিনি পেয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে সাকিব ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। এই আসনে ভোট পড়েছে মোট ৪৮.৩৮ শতাংশ।

নড়াইল-২ আসন থেকে বাজিমাত করেছেন মাশরাফিও। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মাশরাফি। তিনি ভোট পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১০২টি।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫টি। যেখানে তার ধারেকাছেও নেই কেউ। এই ভোটে বেসরকারি ভাবে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সম্পর্কিত খবর