এমপি সাকিবকে স্ত্রী শিশিরের অভিনন্দন 

এমপি সাকিবকে স্ত্রী শিশিরের অভিনন্দন 

ব্যাট-বলের ক্রিকেটের পর রাজনীতির মাঠে নেমেও হাঁকালেন ছক্কা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্যর প্রতিদ্বন্দ্বিতায় নিরঙ্কুশ জয় সাকিব আল হাসানের। মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার ধারে কাছেও ভিড়তে পারেননি কেউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। 

সাকিবের রাজনীতির মাঠেও এমন দাপুটে জয়ে ভক্তরাসহ তার বন্দনায় মেতেছেন নানা ক্ষেত্রের মানুষ। সেই দৌড়ে পিছিয়ে থাকলেন না সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান। ফলাফল ঘোষণা পরপরই গতকাল (রোববার) রাতে নিজের ভেরিভাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টের মাধ্যমে সাকিবকে অভিনন্দন জানিয়ে উল্লাসে মেতেছেন শিশিরও। 

সেই পোস্টে শিশির লিখেন, ‘অভিনন্দন প্রিয় স্বামী, একটি নতুন শুরুর জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি জয়ী হয়েছ। আমি সেখানে থাকতে না পারলেও আমার সমর্থন সবসময় তোমার সঙ্গে ছিল। অনেক ধন্যবাদ মাগুরাবাসীদের, নিজেদের ঘরের ছেলেকে এত ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানানোর জন্য।’

এটি এবারই প্রথম না। সাকিবের খারাপ সময় পাশে থাকা বা জয়ের উল্লাতে মাতা, স্ত্রী শিশিরকে যেন সবসময়ই পাশে পেয়েছেন সাকিব। নির্বাচনী প্রচারণাসহ সকল কাজের উদ্দেশ্যে সাকিব বেশ কিছুদিন ধরে দেশে থাকলেও তিন সন্তানসহ যুক্তরাষ্ট্রে আছেন শিশির।  

 

সম্পর্কিত খবর