কেপটাউন সামলাবেন পোলার্ড, আমিরাতে পুরান

কেপটাউন সামলাবেন পোলার্ড, আমিরাতে পুরান

আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত হওয়া আইপিএলে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দলটি। শুধু আইপিএলই নয় ভারতের বাইরেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে দলটি। সেখানটাতেই এবার দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে মুম্বাই।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কেপটাউনের অধিনায়ক করা হয়েছে কাইরন পোলার্ডকে। দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাওয়া এই আসরে মুম্বাইয় ইন্ডিয়ান্স কেপটাউনের হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অন্যদিকে আরব আমিরাতের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল এমআই আমিরাতের নেতৃত্বে দেখা যাবে নিকোলাস পুরানকে।

অবশ্য কেপটাউনে গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন রশিদ খান। তবে আসন্ন মৌসুমে তিনি চোটে থাকায় তার সার্ভিস পাবে না দলটি। ফলে তার জায়গায় অভিজ্ঞ পোলার্ডকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দলটি। যা শুরু হবে চলতি মাসের ১১ জানুয়ারি।

অন্যদিকে আগামী ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া আরব আমিরাতের গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন পুরান। অবশ্য জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই ক্যারিবিয়ান তারকার।

সম্পর্কিত খবর