আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল

গত ডিসেম্বর মাসটা স্বপ্নের মতো কেটেছে তাইজুল ইসলামের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি। সিরিজ জিততে না পারলেও তার হাতেই উঠেছিল সিরিজসেরার পুরস্কার। সেই তিনি এবার আইসিসির কাছ থেকেও পুরস্কার পাওয়ার পথে রয়েছেন। ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার তিন জনের তালিকায় নাম এসেছে তার। এই তালিকায় বাকি দুই জন হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

গত ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় পায় বাংলাদেশ। যেই ম্যাচে প্রথম ইনিংসে ১০৯ রান খরচায় ৪ উইকেট তুলেছিলেন তাইজুল। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। যা ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছিল।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় না পেলেও নজরকেড়ে ছিল তাইজুলের বোলিং। ওই ম্যাচেও ৫ উইকেট তুলেছিলেন তাইজুল। দুই টেস্টে মোট ১৫ উইকেট শিকার করে হয়েছিলেন সিরিজসেরা। যা তাকে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় তুলে এনেছে।

বাংলাদেশের বিপক্ষে একই টেস্টে আলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন গ্লেন ফিলিপস। প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথমবারের মতো তুলে নেন পাঁচ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে করেন ৪২ রান। দ্বিতীয় টেস্টেও বেশ কার্যকর ছিলেন তিনি। ৩১ রান খরচায় ৩ উইকেট ও ব্যাট হাতে ৮৭ রান আসে তার ব্যাট থেকে। যার সুবাদে ম্যাচে জয় পায় ‍কিউইরা। সেই সুবাদেই এবার মাসসেরা হওয়ার দৌড়ে আছেন তিনি।

তালিকায় থাকা আরেক ক্রিকেটার অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। গেল বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন এই অজি। দলকে জিতিয়েছেন তিনটি শিরোপা। আর শেষটাও রাঙিয়েছেন পাকিস্তানকে ঘরের মাটিতে ৩-০তে টেস্ট সিরিজ হারিয়ে। যেখানে প্রথম দুটি ম্যাচ ছিল ডিসেম্বর মাসে। আর সেখানেও তিনি ছিলেন উজ্জ্বল। প্রথম টেস্টে তিন উইকেট নিয়েছিলেন কামিন্স। তবে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে দশ উইকেট তুলেন তিনি। যা তাকে ম্যাচসেরা করে। এবার এই পারফরম্যান্সের ভিত্তিতে মাসসেরা হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।

সম্পর্কিত খবর