আফগানদের উড়িয়ে স্বপ্নের শুরু বাংলাদেশের

আফগানদের উড়িয়ে স্বপ্নের শুরু বাংলাদেশের

দিনটা আক্ষরিক অর্থেই যেন ছিল মেহেদী মিরাজের। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মাঠে নেমে দলের হয়ে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। তাতেই আফগানিস্তানের বিপক্ষে জয়ের ভিত গড়া হয়ে যায় বাংলাদেশের। পরে সেই ভিতের ওপর দাঁড়িয়ে টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম জয় এনে দেন নাজমুল শান্ত। তার ৮৩ বলে ৫৯ রানের ইনিংসে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

ধর্মশালায় এদিন আফগানদের দেওয়া ১৫৮ রানের জবাবে দলীয় ২৭ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর মিরাজের ব্যাটে সেই চাপ কাটিয়ে আফগানদের উল্টো চাপে রাখে বাংলাদেশ। নাজমুল শান্ত ও মিরাজের ৯৭ রানের তৃতীয় উইকেট জুটিতে পেয়ে যায় জয়ের রসদ। বাংলাদেশকে জয়ের পথে রেখে মিরাজ সাজঘরে ফিরেন ৫৭ রানে।

এরপর বাকি পথটুকু অধিনায়ক সাকিব ও মুশফিককে নিয়ে পারি দিয়েছেন শান্ত। ৮৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ব্যাটার।

এর আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে আশাজাগানিয়া শুরু করেছিল আফগানরা। তবে সেটিকে দীর্ঘায়িত হতে দেননি টাইগার বোলাররা। শেষের ৪৬ রানে যোগেই আট উইকেট হারিয়েছে রশিদ-নবীরা। ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় তারা।

সম্পর্কিত খবর