পাকিস্তান কোচের চাকরি ছাড়লেন ব্র্যাডবার্ন
ভারত বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকেই চলকে একের পর এক পরিবর্তন। সেই ধারাবাহিকতায় এবার চাকরি ছেড়েছেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। ওয়েলস কাউন্টি ক্রিকেটের দল গ্ল্যামারগানে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
গত বছর সাকলাইন মুশতাকের জায়গায় পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ব্র্যাডবার্নকে। যদিও তিনি প্রধান কোচ থাকলেও দল পরিচালনা করতেন পার্ট টাইমার কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়া মিকি আর্থার। টিম ডিরেক্টরের ভূমিকায় পাকিস্তান ক্রিকেট দলের খুঁটিনাটির দায়িত্ব দেখভাল করতেন একই সময় ডার্বিশায়ারের ভূমিকায় থাকা এই কোচ। যদিও তার অধীনে খুব একটা সাফল্য পায়নি পাকিস্তান দল। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি বাবর আজমের দল।
এরপর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পাকিস্তান দল সফর করলেও সেখানে ছিলেন না আর্থার বা ব্র্যাডবার্নের কেউই। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ছিল এই দুই জনের ভবিষ্যৎ নিয়ে। সেই আলোচনা অবশ্য দূর করে দিয়েছেন ব্র্যাডবার্ন। গ্ল্যামারগানের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। যার ফলে পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানা হয়ে গেছে তার।
ব্র্যাডবার্ন অবশ্য ২০১৮ সাল থেকেই পিসিবির সঙ্গে কাজ করছেন। শুরুতে দায়িত্ব পালন করেছেন সহকারী কোচ হিসেবে। পরে ২০২০ সালে দেশটির হাই-পারফরম্যান্স দলের কোচ ছিলেন তিনি। পরবর্তীতে আর্থার ফিরলে ফের তাকে জাতীয় দলের প্রধান কোচ করা হয়। যদিও তাতে সাফল্য আসেনি। স্বাভাবিকভাবেই তাই চাপে ছিলেন তিনি।
পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানিয়ে ব্র্যাডবার্ন বলেন, ‘পাঁচ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, আমি যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। এখানে অনেক অসামান্য খেলোয়াড়, কোচ এবং কর্মীদের সাথে কাজ করার জন্য কৃতজ্ঞ।’