মুজিবদের নিয়ে সুর নরম করল আফগানিস্তান

মুজিবদের নিয়ে সুর নরম করল আফগানিস্তান

কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোয় মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, নাভিন উল হকের ওপর নেমে এসেছিল শাস্তি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিদ্ধান্ত নিয়েছিল দুই বছর কোনো প্রকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে তাদেরকে এনওসি দেওয়া হবে না। সঙ্গে চলমান এনওসিও প্রত্যাহার করে নেয় বোর্ডটি। যার ফলে তিন ক্রিকেটারের বিগব্যাশ লিগে খেলা বন্ধ হয়ে যায়। 

এবার তাদের ওপর এ বিধিনিষেধ সরিয়ে নিচ্ছে এসিবি। যার ফলে কেন্দ্রীয় চুক্তিতে আসছেন তিন জনই। তাদের সবাইকে এনওসিও দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড, তবে এক শর্তে, ‘পূর্ণ নিবেদনটা থাকতে হবে জাতীয় দলে, আর থাকতে হবে এসিবির আজ্ঞাবহ হয়ে।’

এর আগে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান মুজিব, ফারুকী আর নাভিন। যার ফলে জাতীয় চুক্তির ঘোষণা পিছিয়ে দেয় এসিবি, সঙ্গে তাদেরকে এনওসি দুই বছরের জন্য না দেওয়ার সিদ্ধান্ত নেয়।  

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মুজিব, তখন তিনি ব্যস্ত ছিলেন বিগব্যাশে। বোর্ডের সঙ্গে কথা বলে যদিও ফারুকী আর নাভিন ফিরে এসেছিলেন আফগানিস্তানে। তবে মুজিব বেশি ম্যাচ খেলতে পারেননি বিবিএলে। এসিবি তার এনওসি প্রত্যাহার করে নেয়। যার ফলে তাকে দেশে ফিরতে হয়।

তবে তাদের ছাড়া খুব বেশি দিন খেলতে হচ্ছে না আফগানিস্তানে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে তাদের তিন জনকেই। এসিবি জানিয়েছে তিন জনই বোর্ডকে শর্তহীনভাবে দেশের হয়ে খেলার আকুতি জানিয়েছেন। এরপর বোর্ডের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য। তদন্ত কমিটির সুপারিশ ছিল তাদের লিখিতভাবে চূড়ান্ত একটা সতর্কবার্তা দেওয়ার ও ভবিষ্যতে এমন কিছু ঘটলে তাদের বেতন ও ম্যাচ ফির অংশ কেটে নেওয়ার শাস্তি দেওয়ার। জাতীয় দলের খেলার জন্য এনওসিতে কড়াকড়ি, ও কেন্দ্রীয় চুক্তিতে এলে কড়া নজরদারিতে রাখারও পরামর্শ দেওয়া হয়।

সম্পর্কিত খবর