প্রকাশ্যে ফারুক-ফাহিমের দ্বন্দ্ব, সুজন বললেন ‘লজ্জাজনক’

প্রকাশ্যে ফারুক-ফাহিমের দ্বন্দ্ব, সুজন বললেন ‘লজ্জাজনক’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেই দ্বন্দ্বে জড়িয়েছেন বিসিবির দুই শীর্ষ কর্তা ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই ফাহিমকে অপদস্থ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে চলে আসাকে লজ্জাজনক বলেছেন বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার সিলেটে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘দেখুন, তাদের এমন কর্মকান্ড আমাদের জন্য লজ্জাজনক।তারা দুজনই সাবেক ক্রিকেটার। ক্রিকেটের উন্নয়নের জন্য এসে তাদের নিজেদের মাঝে কেন মনোমালিন্য হবে। তারা যখন দায়িত্ব নেয় তখন তো অনেক আশ্বাস দিয়েছে, যা অনেকাংশেই পূরণ হচ্ছে না। এত অল্প পরিচালক দিয়ে বোর্ড চালানো ফারুক ভাইয়ের জন্য আসলেই কঠিন।’

সুজন এনিয়ে আরও যোগ করেন, ‘ঝামেলা হতেই পারে, তবে তা প্রকাশ্যে কেন আসবে। ফাহিম ভাইয়ের মত এতো বিচক্ষণ মানুষ কেন এটা প্রকাশ্যে আনবেন। কোনো বিষয়ে যদি তার কোনো সমস্যা থাকে, তাহলে তিনি একান্তে ফারুক ভাইয়ের সাথে আলোচনা করতে পারতেন। এখন তো বিষয়টা পুরো বাংলাদেশ জানে, যেটা কাম্য নয়।’

রোববার সন্ধ্যায় এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে আসাকে আমি দোষের মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’

এর আগে ইঙ্গিত দেন বাস্তবতা প্রত্যাশামাফিক না হলে পদত্যাগের কথা ভাবতে পারেন বলে জানান ফাহিম। এই বোর্ড পরিচালক বলেন, ‘আমি নিশ্চিত নই। যদি কিছু জিনিস আমার প্রত্যাশামতো না হয়, সেই ক্ষেত্রে আমি সেই বিষয়টা নিয়ে চিন্তা করব।’

স্যাটালাইট চ্যানেল যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন নাজমুল আবেদীন ফাহিম। খবর ছড়িয়েছে- ঢাকায় বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানায় দেই’-গলা উচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান।

সম্পর্কিত খবর