বিশ্বকাপ প্রস্তুতির জন্য টেস্ট বাদ দেওয়ার ভাবনা
এক বিশ্বকাপ শেষ হয়েছে ঠিক মতো দুই মাসও হয়নি। এরই মধ্যে আরও এক বিশ্বকাপের দামামা বেজে গেছে। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে, তার সূচিও প্রকাশ করে দিয়েছে আইসিসি।
বিশ্বকাপের আগে ছয় মাসেরও কম সময় আছে হাতে, সেটা সব দলেরই। বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যস্ততা অনেক। বিপিএল আসন্ন। এক মাস দীর্ঘ এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই বাংলাদেশ নামবে শ্রীলঙ্কার বিপক্ষে, পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দলটির সঙ্গে। এরপর জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে, দুই টেস্টের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। সব মিলিয়ে এই দুই সিরিজেই হবে বিশ্বকাপের প্রস্তুতি।
তবে সবশেষ সিরিজটা বিশ্বকাপের ঠিক আগে হওয়ায় সে সিরিজ থেকে টেস্ট দুটো বাদ দেওয়ার ভাবনা আছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। পুরোপুরি বাদ নয় অবশ্য, তার ইঙ্গিত পরে কোনো এক সময় এই দুই টেস্ট খেলার।
২০ জানুয়ারি ঢাকায় ফিরবেন হাথুরুসিংহে। এরপর তার সঙ্গে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপ তৈরি করবে বিসিবি। সেখানেই নিশ্চিত হবে টেস্ট দুটির ভবিষ্যৎ।
এবারের বিশ্বকাপের অংশবিশেষ হবে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের দুটো ম্যাচ সেখানে। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে আগেভাগে যাওয়ার ভাবনা আছে বিসিবির। জিম্বাবুয়ে সিরিজটা বিশ্বকাপের ঠিক আগে হওয়ায় টেস্ট দুটো সরিয়ে রাখলে বড় একটা সময়ই বের হওয়ার কথা। সে ভাবনাই আপাতত ভাবছে বিসিবি।